Sunday, November 9, 2025

দিলীপের সঙ্গে প্রচুর বিষয়ে মিল: বিয়ের খবরে সিলমোহর দিয়ে জানালেন রিঙ্কু

Date:

জীবনে একটা বয়সের পরেই নিজের কথাও ভাবতে হয়। আর নিজের কথা ভাবতে গিয়ে দিলীপ ঘোষকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন বিজেপির (BJP) দক্ষিণ কলকাতার মহিলানেত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। বিয়ের আগের রাতে জানালেন, দিলীপের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে দেশভক্তি- সবেতেই তাঁর প্রচুর মিল। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হাত ধরে রাজনীতিতে আসেননি- সেটাও জানালেন রিঙ্কু।

বৃহস্পতিবার বিকেলে তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটি পোস্ট। আর তারপরেই বঙ্গ রাজনীতিতে স্ফুলিঙ্গ- দিলীপ ঘোষের বিয়ে। স্বাভাবিক খোঁজ পড়ে পাত্রীর। জানা যায় দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী তথা সমাজসেবী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) সঙ্গেই মন দেওয়া-নেওয়া হয়েছে দিলীপের। এ বিষয়ে বিজেপির বর্ষীয়ান নেতা কোনও মন্তব্য না করলেও, তাঁর ভাবি স্ত্রী জানালেন ঘটনা সত্যি। শুক্রবার চারহাত এক হচ্ছে। তবে ছাদনাতলায় নয়, বিয়ে হচ্ছে রেজিস্ট্রি করে।

তাহলে দিলীপ ঘোষের হাত ধরেই কি রিঙ্কুর রাজনীতিতে প্রবেশ? পাত্রী জানালেন, একেবারেই তা নয়। ২০১৩ থেকে বিজেপিতে রয়েছেন তিনি। ২০২১-এর নির্বাচনে ইকো পার্কে প্রচারের সময় দিলীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা। বেশ কিছুদিন পথচলার পর বিয়ের সিদ্ধান্ত। তবে সেটা বেশি দিনের নয়। রিঙ্কুর কথায়, সারা জীবন সবার জন্য ভেবে একটা সময় নিজের কথাও ভাবতে হয়। আর সে ক্ষেত্রে জীবনসঙ্গী হিসেবে দিলীপ ঘোষই (Dilip Ghosh) তাঁর প্রথম পছন্দ। শোনা যাচ্ছে দিল্লির বিজেপি নেতৃত্ব না কি দিলীপকে বিয়ের ব্যাপারে বাধা দিচ্ছেন? এই জল্পনা উড়িয়ে দিয়ে রিঙ্কু জানান, এরকম কোনও কথা তাঁর জানা নেই। আর তাঁরা যদি ব্যক্তিগতভাবে সম্পর্কে থাকতে চান, তাহলে দল সেখানে আপত্তি করতে পারে কীভাবে?

বিয়ে যখন হচ্ছে তখন ভুরিভোজের ব্যবস্থাও নিশ্চয়ই রয়েছে, রয়েছে সাজগোজ। তবে এইসব বিষয় সংবাদমাধ্যমে মুখ খুলতে নারাজ ভাবি বধূ। এখন শুধু শুভ সময়ের অপেক্ষা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version