অফিস টাইমে লোকাল ট্রেনে (Local Train) মহিলা কামরার সংখ্যা বাড়ানো নিয়ে গোটা সপ্তাহ ধরে দফায় দফায় শিয়ালদহ শাখায় (Sealdah Division) রেল অবরোধ করেছেন পুরুষ যাত্রীদের একাংশ। এবার তাদের জন্য সুখবর শোনালেও রেল কর্তৃপক্ষ। এবার থেকে শিয়ালদহ শাখার লেডিস স্পেশাল অর্থাৎ মাতৃভূমি লোকালে (Matribhumi Local) চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও। শিয়ালদহ ডিআরএম সূত্রে জানা গেছে অফিস টাইমে মহিলাদের জন্য নির্ধারিত ওই ট্রেনের মাঝের চারটি কামরাতে চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও। যদিও কবে থেকেই নিয়ম চালু হবে তা স্পষ্ট নয়।

হাওড়া শাখায় আপ এবং ডাউন লেডিস স্পেশালে জেনারেল বগি হিসেবে নির্দিষ্ট কামরা বরাদ্দ রয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত শিয়ালদহ শাখায় মাতৃভূমি লোকালে সেই সুবিধা ছিল না। অথচ পুরুষ যাত্রীদের অভিযোগ ছিল ব্যস্ত সময়ে যখন অন্যান্য কামরায় ভিড় তখন ব্যস্ত সময় লেডিস স্পেশাল ট্রেনের অধিকাংশ বগি ফাঁকা থাকে। এই বিষয়ে শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা (Yashram Meena) জানিয়েছেন, “মহিলাদের জন্য বরাদ্দ বারোটি ট্রেনে সার্ভে চলছে। দিন সাতেকের সার্ভের রিপোর্ট পাওয়ার পর পুরুষ যাত্রীদের চড়ার অধিকার নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে।” শিয়ালদহের বিভিন্ন শাখায় এই মুহূর্তে মোট ছ’জোড়া লেডিজ স্পেশাল ট্রেন চলে। রেল সূত্রে জানা গেছে বারো বগির মধ্যে প্রথম ও শেষের চারটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। মাঝের চারটি বগি জেনারেল বলে বিবেচিত হবে।

–

–


–

–

–

–

–

–

–
