দলীয় বিধায়কের চশমার বানানো বিল দেখে চক্ষুচড়ক গাছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চশমা বানাতে খরচ হয়েছে ৬৫ হাজার টাকার বিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাঠানো হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দেখে হতবাক তিনি। এর পরেই স্পিকারের সঙ্গে আলোচনার করেন মমতা। চশমার খরচের উর্ধ্বসীমা বেঁধে দেবে বিধানসভা (Assembly)। বেঁধে দেওয়া হবে হাসপাতালের খরচের একাংশের খরচ।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগ দিতে গিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মুর্শিদাবাদের তিনবারের তৃণমূলের বিধায়কের চশমার বিল আছে স্পিকারের টেবিলে। চশমার বিলের অঙ্ক জানতে চান মুখ্যমন্ত্রী। প্রবীণ বিধায়ক নতুন চশমার জন্য ৬৫ হাজার টাকার বিল জমা দিয়েছিলেন শুনে হতবাক হয়ে যান তিনি। তার পরেই চশমা ও হাসপাতালের বেডভাড়া সংক্রান্ত বিষয়ে খরচের সীমা নির্ধারণ করেন স্পিকার। ঠিক হয়, বিধায়কদের চশমার দাম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হতে পারে। তার বেশি নয়। পাশাপাশিই, বিধায়কদের হাসপাতালে বেডভাড়া দৈনিক আট হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সেই মর্মে কার্যকরী পদক্ষেপ করা শুরু করেছে বিধানসভার সচিবালয়।
আরও খবর: মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় অসুস্থ ব্যক্তি, হাসপাতালে পাঠানোর উদ্যোগ স্বয়ং মমতার

বিধানসভার সচিবালয় বিধানসভার সদস্যদের চিকিৎসার খরচ বহন করে। বেশ কিছু ক্ষেত্রে বিধায়কদের অতিরিক্ত মেডিক্যাল বিল নিয়ে চিন্তায় পড়েন আধিকারিকরা। কোনও মেডিক্যাল বিলে ‘অসঙ্গতি’ আছে মনে হলে সিটে যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) টেবিলে। এর আগে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের চশমার বিল ও কাঞ্চন মল্লিকের সন্তানের জন্মের সময় স্ত্রীর হাসপাতালের বিল নিয়ে বিতর্ক দেখা যায়। বাম জমানাতেও প্রয়াত প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের চশমার বিল নিয়ে চর্চা হয়। এবার উর্ধ্বসীমা নির্ধারণ করে দিল বিধানসভা।

–

–

–
–

–

–

–
