Friday, November 14, 2025

ওয়াকফ অশান্তি! মুখ্যসচিবের কাছে জমা পড়ল মুর্শিদাবাদের রিপোর্ট

Date:

মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ এলাকায় ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ থেকে সৃষ্ট হিংসায় প্রায় ১০৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হিংসায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থে র নেতৃত্বে  এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যাঁরা বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন, তাঁদের নিজ নিজ ঠিকানায় ফিরে এলে দ্রুত ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় পুনর্বাসন প্রদান করা হবে। বৈঠকে পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষিত দোকান ক্ষতিপূরণের প্রসঙ্গে, মুখ্যসচিব  পঞ্চায়েত সচিবকে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলির সমীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসককে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলা এই হিংসায় ৩ জন নিহত হন এবং ২৭৪ জনের বেশি গ্রেফতার হন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন – সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ! সেবাশ্রয় শিবিরের আওতায় বিনামূল্যে ছানি অপারেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version