Thursday, August 28, 2025

জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাম-হামলার তীব্র নিন্দা

Date:

জঙ্গিদের কোনও জাত হয় না, ধর্ম হয় না- কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার হামলায় ২৮ জনের নিহত হওয়ার পরেই ঘটনার তীব্র নিন্দা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যপালকে হাসপাতালে দেখতে যান রাজ্যর প্রশাসনিক প্রধান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, কেন ঘটল, কীভাবে ঘটল পরে দেখা যাবে। এখন এই ঘটনার তীব্র নিন্দা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose) দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখান দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, ধর্ম হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ…!” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “তবে এসব নিয়ে এখন কিছু বলব না, আমরা চাই , যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না।”
আরও খবর: শিক্ষাতেও বৈষম্য! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি না দেওয়ায় সরব ব্রাত্য

মমতা (Mamata Banerjee) জানান, এদিনই বাংলার দুই নিহতদের দেহ কলকাতায় আসছে। রাত সাড়ে আটটা নাগাদ আসবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী ফিরহাদ হাকিম বিমানবন্দরে থাকবেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version