পাহেলগাঁওতে নির্মম হত্যালীলা! প্রতিবাদে রাস্তায় কালো বেলুন উড়িয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নির্মম হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনা দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এই বিভীষিকাময় ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা রাস্তায় নামেন। কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হাতে কালো বেলুন নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের মুখে একটাই দাবি—দোষীদের কঠোরতম শাস্তি এবং কেন্দ্র সরকারের দ্রুত পদক্ষেপ।

কাউন্সিলর মোনালিসা বলেন, “আমরা চাই দোষীরা দ্রুত শাস্তি পাক। যে সকল পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছে, তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই নির্মম ঘটনায় আমরা স্তব্ধ। কেন্দ্র সরকার দ্রুত তদন্ত করুক এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক।”

স্থানীয়দের অনেকেই এই কর্মসূচিতে সামিল হয়ে একাত্মতা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠছে।

আরও পড়ুন – জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাম-হামলার তীব্র নিন্দা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_