তীব্র গরমে শ্রমিকদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ রাজ্যের

রাজ্যে তীব্র গরমে শ্রমিকদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। নির্মাণক্ষেত্র, কারখানা এবং ইটভাটার মতো জায়গায় কাজ করা শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সে জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাজ্য শ্রম দফতর জানিয়েছে, কাজের সময়সূচি পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। পাশাপাশি, কর্মস্থলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল রাখা হচ্ছে। যেখানে শ্রমিকরা নিয়মিত কাজ করেন, সেই জায়গাগুলিতে বায়ু চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত গরমে শ্রমিকরা কষ্ট না পান।

বিশেষত নির্মাণ শ্রমিকদের জন্য রাখা হচ্ছে আইস প্যাক, যাতে প্রয়োজনে তৎক্ষণাৎ ঠাণ্ডা প্রয়োগ করা যায়। যদি কোনও শ্রমিক আচমকা অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম রাখা হচ্ছে হাতের কাছে। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, “গরমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সুস্থ রাখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। শ্রমিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকারে রয়েছে।”

শুধু এই রাজ্যেই নয়, সমগ্র ভারতজুড়েই গরমের প্রভাব ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও হিট স্ট্রোকে আক্রান্তদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। গরমে শ্রমিকদের সুরক্ষার এই উদ্যোগ রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- আসন্ন মরসুমের আগে দল গঠন নিয়ে ইস্টবেঙ্গলকে বিশেষ টিপস্ মখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_