Saturday, January 10, 2026

কাশ্মীরে সমস্যা নেই, সমস্যা সরকারের: গুজরাটেই ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

জঙ্গি-মুক্ত কাশ্মীর! তা সত্ত্বেও যে কোন ভিআইপি (VIP) গেলেই তার সঙ্গে সেখানে সেনাবাহিনীর লম্বা-চওড়া কনভয়। অথচ বৈসারণ উপত্যকার মতো জায়গায় কয়েকশো সাধারণ মানুষের নিরাপত্তায় কোনও বন্দোবস্ত নেই। আসলে কাশ্মীর নয়, সমস্যা কেন্দ্রের সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্য গুজরাটে (Gujarat) নিহতের বাড়ি গিয়ে এই প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিলকে (C R Patil)। এমনকি মৃতের নাবালক ছেলে দাবি করে, এই সরকার আর কিছুই দিতে পারবে না তাদের।

পহেলগামে জঙ্গি হানায় মৃত্যু হয় গুজরাটের (Gujarat) সুরাটের বাসিন্দা শৈলেশ কালথিয়ার। গুজরাট থেকে একটি বড় দল অভিশপ্ত দিনে পহেলগামের বৈসারণ ভ্যালিতে ছিলেন। ছোট্ট নক্ষ কালথিয়া দাবি করে, হঠাৎই সবাই দৌড়াতে শুরু করে। কেউ কারণ বুঝতে পারেনি। সবাইকে দেখে তারাও দৌড়াতে শুরু করে। এরই মধ্যে কয়েকজন জঙ্গি তাদের ঘিরে নেয়। এমন বেশ কিছু কথা বলে যা ছোট নক্ষ বুঝতে পারেনি। তবে হিন্দুদের আলাদা হয়ে যাওয়ার কথা ও কলমা পড়ার কথা তার কানে যায়। এর পরে কিছু বলার সুযোগ না দিয়ে জঙ্গি গুলি চালায় তার বাবার মাথায়। তার সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়ে শৈলেশ।

প্রায় আধ ঘন্টার গুলি চলার পর্ব শেষ হলে স্থানীয় মানুষ উদ্ধার করতে আসে জীবিত থাকা মহিলা ও শিশুদের। তারাই কাউকে ঘোড়ার পিঠে চাপিয়ে, কাউকে হাঁটিয়ে পাহাড়ি পথ ধরে নিচে নামিয়ে আনে। সেখানে নামার পর প্রায় দেড় ঘন্টা পরে সেনা জওয়ানদের দেখা পান তারা, জানান শৈলেশের স্ত্রী শীতল।

সেখানেই ব্যর্থ কেন্দ্রের সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, এটা আমাদের কেমন সরকার? আপনারা কাশ্মীরকে বদনাম করছেন। কিন্তু কাশ্মীরে (Jammu and Kashmir) কোনও সমস্যা নেই। সমস্যা তো সরকারের নিরাপত্তা ব্যবস্থাতেই। যে পর্যটন কেন্দ্রে এত পরিমাণ পর্যটক উপস্থিত সেখানে কোন নিরাপত্তা নেই। কোন চিকিৎসার সুযোগও নেই।

শুক্রবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল (C R Patil) কালথিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই ক্ষোভ উগরে দেয় গোটা পরিবার। ব্যাংক কর্মী শৈলেশ চার বোনের একমাত্র ভাই ছিলেন। নিজের দুই সন্তানের সামনে যেভাবে তাঁকে খুন হতে হয়, তা কোনভাবেই মেনে নিতে পারছে না শৈলেশের ছোট্ট ছেলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, এই সরকার তো শেষ হয়ে গেছে। এত বড় জঙ্গি হামলা হল, অথচ কোনও সেনা সেখানে নেই। নিচে যে আর্মির বেস ক্যাম্প তারা জানতেই পারল না, বিষ্ময় প্রকাশ করে প্রশ্ন ছোট্ট ছেলেটির।

কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করে শীতল দাবি করেন, ভিআইপিদের (VIP) কনভয়ে এত নিরাপত্তা থাকে। আর যারা করদাতা (taxpayers) তাদের জীবনের কি কোন মূল্য নেই? আমাদের উদ্ধার করার বদলে সেনাবাহিনী আমাদের প্রশ্ন করছে, কেন আমরা পাহেলগাম গিয়েছি। আমার স্বামী একজন করদাতা ছিলেন, আর তাঁর যখন চিকিৎসা সবথেকে বেশি প্রয়োজন ছিল তখনই কোন সুবিধা পেলাম না আমরা। আমরা এর বিচার চাই, সরকারকে এর উত্তর দিতে হবে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...