Saturday, August 23, 2025

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা! সোমবার দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিঘার জগন্নাথধামের উদ্বোধনের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই দিঘায় পৌঁছে যাচ্ছেন। উদ্বোধন নিয়ে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ— সবাই প্রবল উত্তেজিত। চারিদিকে সাজসাজ রব।

জগন্নাথদেবকে স্বাগত জানাতে পুণ্য ক্ষেত্রে দফায় দফায় চলছে হোমযজ্ঞ। কাঁসরঘণ্টা, উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠছে মন্দিরচত্বর। ইতিমধ্যে পুরীর রাজেশ দ্বৈতাপতি ও ইসকন প্রতিনিধি রাধারমন দাসের নেতৃত্বে চলছে দফায় দফায় হোমযজ্ঞ। রবিবার সকাল থেকে দ্বৈতাপতির নেতৃত্বে মন্দিরের সামনে গড়ে ওঠা খড় ও হোগলার আচ্ছাদনের নিচে চলেছে মহামন্ত্র যজ্ঞ। নরসিংহ মন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। গত কয়েকদিন ধরে মন্দিরের ভেতরে ও বাইরে চলেছে বিভিন্ন দেবদেবীর আরাধনা ও আম, বেলকাঠ ইত্যাদি দিয়ে সকাল ও সন্ধ্যা দুই বেলা চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ।

মুখ্যমন্ত্রী জগন্নাথধাম নিয়ে আবেগের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। অক্ষয়তৃতীয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে শুরু হবে মহাযজ্ঞ। তাতে ইসকন এবং পুরীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মহাযজ্ঞের জন্য পেঁড়া, খাজা, গজা, রসগোল্লা ইত্যাদি মিষ্টি তৈরি হবে। পুরীর দ্বৈতাপতি জানান, মঙ্গল মন্ত্রযজ্ঞ চলছে সকাল থেকে। আগামিকাল অশ্বযজ্ঞ হবে। মন্দির জুড়ে জগন্নাথের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে।

মন্দিরের বাইরেও প্রস্তুতি তুঙ্গে। চৈতন্যদ্বারে রঙের প্রলেপ পড়েছে। তার সামনে থেকে লোহার রেলিং খুলে দেওয়া হয় রবিবার। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা। লাইট থেকে সাউন্ড প্রস্তুতি চলছে। পুরোটার তদারকি করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। রবিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অপূর্ব বিশ্বাস জানান, সবরকম প্রস্তুতি নিয়েছি। জগন্নাথধাম সকল মানুষের মনে জায়গা করে নেবে।

আরও পড়ুন – সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ-এর গুলিতে মৃত বাংলাদেশি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...