দিঘায় অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মঙ্গলবার শুভ উদ্বোধন হতে চলেছে সৈকত শহর দিঘায় নবনির্মিত জগন্নাথদেবের মন্দিরের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মন্দিরের দ্বারোদঘাটন করবেন। এরপরই রাজ্যের সাধারণ মানুষ জগন্নাথদর্শনের সুযোগ পাবেন নিজেদের রাজ্যেই।

গত এক সপ্তাহ ধরেই দিঘা জুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। বাঁকুড়া জেলার ছাতনা থেকে সোমবার মহাসমারোহে রওনা দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও তাঁর সঙ্গীরা। তাঁদের সঙ্গে রয়েছে ৩০০৩টি সাদা ও লাল পদ্ম এবং শুশুনিয়া পাহাড়ের ঝরনার পবিত্র জল। পদ্মগুলি জগন্নাথদেবকে নিবেদন করা হবে এবং শুশুনিয়ার জল দিয়ে সম্পন্ন হবে বিশেষ পুজোপাচার।

কিন্তু ৩০০৩টি পদ্মই কেন? জগন্নাথের পুজোয় কি এমন কোনও রীতি আছে? তার জবাবে বঙ্কিমবাবু বললেন, ”না তেমন কিছু নয়। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে এই ফুল জোগাড় করতে পেরেছি। আরও বেশি জোগাড় করতে পারলে ভালো লাগত।” মঙ্গলবার থেকে মহাযজ্ঞ, বুধবার দ্বারোদঘাটন মুখ্যমন্ত্রী হাত ধরে। সেই উপলক্ষে দলে দলে ভক্তরা এখন দিঘামুখী। ছাতনার তৃণমূল নেতাও যাচ্ছেন পুজোর উপকরণ নিয়ে। দিঘার জগন্নাথ মন্দিরের পুজোআচ্চার দায়িত্বে রয়েছেন পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দ্বৈতাপতি।

রাজ্যের মানুষের কাছে এ যেন এক আবেগের মুহূর্ত—এবার আর পুরী নয়, রাজ্যেই মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আপ্লুত ভক্তরা দলে দলে ছুটছেন দিঘার পথে।

আরও পড়ুন – JNU-তে ‘শূন্য’ হল SFI, বামদের বিভাজনে খাতা খুলল ABVP

_

_

_

_

_

_

_

_
