Friday, November 14, 2025

আইলিগ-২(Ileague2) চ্যাম্পিয়ন হয়ে এবার আইলিগে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার এফসি(DHFC)। সেই চ্যাম্পিয়নদের নিয়েই এবাসর বিজয় উৎসবে মেতেছে গোটা ডায়মন্ড হারবার। মাত্র তিন বছরের মধ্যে আকাশছোঁয়া সাফল্য। আর ডায়মন্ড হারবার এফসিকে(DHFC) নিয়ে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসীও। এদিন ডায়মন্ড হারবারের এফসির প্রতিনিধিদের এদিন ডায়মন্ড হারবারের একাধিক ক্লাবের তরফ থেকে সংবর্ধিত করা হয়। এমন একটা সাফল্যে উৎফল্লিত গোটা ডায়মন্ড হারবার শহর।

মাত্র তিন বছরে সিএফএল থেকে আইলিগের মঞ্চে। এ যেন সত্যিই এক স্বপ্নের দৌঁড় দৌড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি। তবে লক্ষ্যটা এখনও পূরণ হয়নি। আইএসএলে পৌঁছনোই এই মুহূর্তে পাখির চোখ ডিএইচএফসির(DHFC)। এদিন আইলিগ-২ চ্যাম্পিয়ন ট্রফি ডায়মন্ড হারবার শহরও পরিক্রমা করা হয়।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উদ্যোগে এই ফুটবল টিম তৈরি হয়েছিল। যেখানে যুবক ছেলেরা মূলত যারা ফুটবল প্র্যাকটিস করে, সেইসব ফুটবলারদের মধ্যে উদীয়মান ফুটবল প্লেয়ার কে বেছে নিয়ে এই টিম তৈরি করা হয়েছিল। ডায়মন্ড হারবার শহরে একাধিক ক্লাবের পক্ষ থেকে যে ফুটবল কোচিং করানো হতো সেই সব ফুটবল কোচিং ক্যাম্প থেকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য আরো ভালো খেলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা সিদ্ধান্ত নিয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল টিম। আর সেই মতন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা থেকে একাধিক ফুটবলার নিয়ে এবারে আই লিগ টু-এর জন্য দল তৈরি হয়েছিল। সেই ডায়মন্ড হারবার এফসিই এবার আইলিগ-২ চ্যাম্পিয়ন।

এদিন ডায়মন্ড হারবার শহরে একাধিক ক্লাবের মাঠে ডায়মন্ড ক্লাবের জার্সি পরা প্লেয়াররা ও ফুটবল দলের নানান ছবি নিয়ে আনন্দ করেন করেন। এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ও ডায়মন্ডহারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ও ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস সহ ডায়মন্ডহারবার টাউন সভাপতি সৌমেন তরফদার ও যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল, ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন সহ ফুটবল প্রেমিকরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version