Saturday, May 3, 2025

শুক্রবারেও সীমান্তে গুলির লড়াই, একাধিক ভারতীয় ঘাঁটি টার্গেট পাক সেনার

Date:

টানা আটদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত কাশ্মীর (Kashmir) সীমান্তে ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একনাগাড়ে ভারতের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দিয়েছে দেশের সেনাও। দুপক্ষের লড়াইয়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

পহেলগামে হামলার (Pahelgam attack) পর ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। নয়া দিল্লির এই ঘোষণার পরের দিন থেকেই সীমান্তে অবিরাম গুলি বর্ষণ শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্রের সেনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে ভারতকে চাপে রেখে মেন্টাল গেম খেলতে চাইছে পাকিস্তান। পাশাপাশি হামলাকারী জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে আছে বলে যে দাবী করেছে এনআইএ (NIA) তা যদি সত্যি হয় তাহলে এভাবে এক নাগাড়ে ভারতীয় সেনাকে সীমান্ত ব্যস্ত রাখার ফলে সেই জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে ফেরার সুযোগ করে দিতে চাইছে ইসলামাবাদ (Islamabad), এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । বৃহস্পতিবার রাতে সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পালটা গুলি চালিয়ে ভারতীয় সেনাও জবাব দিয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই শাহবাজ শরিফের দেশকে সতর্ক করেছিল ভারত।তারপরও পাকিস্তানের অসংযত আচরণ থামছে না। এবার ভারতের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version