Saturday, August 23, 2025

শুক্রবারেও সীমান্তে গুলির লড়াই, একাধিক ভারতীয় ঘাঁটি টার্গেট পাক সেনার

Date:

টানা আটদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত কাশ্মীর (Kashmir) সীমান্তে ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একনাগাড়ে ভারতের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দিয়েছে দেশের সেনাও। দুপক্ষের লড়াইয়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

পহেলগামে হামলার (Pahelgam attack) পর ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। নয়া দিল্লির এই ঘোষণার পরের দিন থেকেই সীমান্তে অবিরাম গুলি বর্ষণ শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্রের সেনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে ভারতকে চাপে রেখে মেন্টাল গেম খেলতে চাইছে পাকিস্তান। পাশাপাশি হামলাকারী জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে আছে বলে যে দাবী করেছে এনআইএ (NIA) তা যদি সত্যি হয় তাহলে এভাবে এক নাগাড়ে ভারতীয় সেনাকে সীমান্ত ব্যস্ত রাখার ফলে সেই জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে ফেরার সুযোগ করে দিতে চাইছে ইসলামাবাদ (Islamabad), এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । বৃহস্পতিবার রাতে সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পালটা গুলি চালিয়ে ভারতীয় সেনাও জবাব দিয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই শাহবাজ শরিফের দেশকে সতর্ক করেছিল ভারত।তারপরও পাকিস্তানের অসংযত আচরণ থামছে না। এবার ভারতের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version