রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা কোনও স্থায়ী সমাধান নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো সুপ্রিম কোর্টে (Supreme Court) রিভিউ পিটিশন (review petition) দাখিল করল রাজ্য সরকার। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনও পুণর্বিবেচনার আবেদন জমা দেয় শনিবার। ৮ মে এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান, প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী। কিন্তু কিছু অযোগ্যের জন্য সবার চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নেবে না রাজ্য সরকার, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনি পথেই সেই চাকরিহারাদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে, সেই পদক্ষেপ প্রথমে নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সুপ্রিম কোর্টে (Supreme Court) রায় পুণর্বিবেচনার (review) আবেদন জানানো হল।

যদিও রায়ের পুণর্বিবেচনা নিয়ে একাংশের আইনজীবীরা সন্দেহ প্রকাশ করেছেন। তবে রাজ্যের স্কুলগুলি শিক্ষক শূন্য হয়ে পড়ায় মধ্যশিক্ষা পর্ষদ যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তখন সেই মামলা শুনেছিল শীর্ষ আদালত। এবারও একইভাবে পড়ুয়া ও শিক্ষক সমাজের স্বার্থে রায় পুণর্বিবেচনার আবেদন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনবে বলে প্রত্যাশা রাজ্যের।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–