Monday, December 29, 2025

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। নাগরিক ও ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্ল্যাক আউট থেকে এয়ার রেড সাইরেন-সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পহেলগামে (Pahalgam) হামলার পরে কেটে গিয়েছে ১৩ দিন। এখনও জঙ্গিরা ধরা পড়েনি। জম্মু-কাশ্মীর-সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল (Mock Drill) চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। এবার বিভিন্ন রাজ্যকে মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র।

সাধারণত যুদ্ধের সময় বিপক্ষের নজর এড়াতে বা শত্রুপক্ষের বায়ুসেনাকে বিভ্রান্ত করতে আলো নিবিয়ে বিস্তীর্ণ এলাকায় ‘ব্ল্যাকআউট’ করা হয়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ৭ মে বুধবার এই মহড়া মহড়া দিতে বলা হয়েছে।

যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে-

  • বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা
  • হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় তা দেখানো
  • সুরক্ষার স্বার্থে নাগরিকদের, বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে
  • জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে সাধারণ নাগরিকদের শত্রু হামলার সময় কীভাবে দ্রুত এবং সঠিক পদক্ষেপ নিতে হয়, তা শেখানো হবে। মহড়ার সময় বিভিন্ন এলাকায় এয়ার রেইড সাইরেন বাজানো হবে, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলাকা অন্ধকার করে দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ‘ক্র্যাশ ব্ল্যাকআউট’ এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঢেকে রাখার কৌশল প্রয়োগ করা হবে। পুরনো ইভাকুয়েশন পরিকল্পনাও আপডেট করে পুনরায় পরীক্ষিত করা হবে।

রবিবার রাত ৯টা নাগাদ পঞ্জাবের ফিরোজ়পুর ক্যান্টনমেন্টে ‘ব্ল্যাকআউট ড্রিল’ করেছে সেনাবাহিনী। এ নিয়ে আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এই জাতীয় মহড়ার মাধ্যমে কেন্দ্র চায় যাতে জনগণ শত্রুপক্ষের যেকোনও আক্রমণের সময় ভয় না পেয়ে সংগঠিতভাবে এবং প্রশিক্ষণ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে, এই উদ্যোগের লক্ষ্য জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো নয়, বরং সচেতনতা বৃদ্ধি করা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা গড়ে তোলা।

সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মহড়ার সময় স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলেন এবং কোনও গুজবে কান না দেন। নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

spot_img

Related articles

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা...

ভূগর্ভস্থ জল নিয়ে উদ্বেগ! সমীক্ষা শুরু ঝাড়গ্রামে 

কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের ১০টি ব্লককে ভূগর্ভস্থ জলস্তরের দিক থেকে সংকটজনক হিসেবে চিহ্নিত করার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।...

ডিমের দাম ঊর্ধ্বমুখী! মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে উদ্যোগী হরিণঘাটা 

বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরসুমে বেকারি শিল্পে বাড়তি চাহিদা,...