দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে সক্রিয় হল রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে আগামিকাল বিকেলে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ পাঠানো হয়েছে বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট শাখা, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যদের।

জানা গিয়েছে, আলু, পেঁয়াজ, ডাল, চাল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও দাম বৃদ্ধির প্রবণতা রুখতেই এই বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হবে। অবৈধ মজুত এবং কালোবাজারি ঠেকাতে প্রশাসনিক আধিকারিকদের আরও তৎপর হওয়ার নির্দেশ আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে পাইকারি ও খোলা বাজারে নজরদারি আরও বাড়ানো হবে। সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।” চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে পণ্য সরবরাহে সম্ভাব্য ব্যাঘাত এবং মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রাজ্যের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন – কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন
_

_

_

_

_


_

_

_

_

_