পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেনা, অসামরিক জনবসতি এলাকা (civilian area) বা অর্থনৈতিক কেন্দ্রকে নিশানা করা হয়নি। একেবারে সঠিক তথ্যের ভিত্তিতে হামলা (air strike) করা হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের উপর ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) চালানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, আমরা শুধুমাত্র তাদেরই মেরেছি যারা আমাদের নিরপরাধ নাগরিকদের নির্দয়ভাবে হত্যা করেছিল। সেনাবাহিনীর প্রশংসা করে তিনি দাবি করেন, সেনার তরফ থেকে অত্যন্ত দায়িত্ববোধের পরিচয় দেওয়া হয়েছে যাতে কোনও নাগরিক মৃত্যুর ঘটনায় ঘটেনি।

পাক অধিকৃত কাশ্মীর (POK) এবং পাক পঞ্জাবের ৯টি জঙ্গিঘাঁটিতে হামলার সাফল্যের কথা বলতে গিয়ে রাজনাথ বলেন, আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি, যে কৌশল তিনি লঙ্কার অশোককানন ছারখার করার সময় ব্যবহার করেছিলেন। ভারতের মাটিতে আক্রমনের যোগ্য জবাব ভারত দিয়েছে বলে রাজনাথ জানান।
–

–
–

–

–

–

–


–

–

–

–
