Wednesday, November 5, 2025

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম জঙ্গি হামলার পাল্টা ভারতের এয়ার স্ট্রাইক ‘অপারেশন সিন্দুর’-কে (Operation Sindoor) এবার ‘লজ্জা’ বলে দাবি ট্রাম্পের। যদিও তিনি আসা প্রকাশ করেছেন, এবার দ্রুত দুই দেশের দ্বন্দ্ব মিটবে।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় এয়ার স্ট্রাইক (air strike) করে ভারত। এই ‘অপারেশন সিন্দুর’ সম্পূর্ণ হওয়ার পরেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Amit Doval) মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও-র (Marco Rubio) সঙ্গে এই অপারেশন নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র বিবৃতি প্রকাশ করে জানান, গোটা বিষয়টায় আমরা নজর রাখছি। এটি একটি বাড়তে থাকা পরিস্থিতি। গোটা পরিস্থিতিই পর্যালোচনা করবে আমেরিকা।

তারই মধ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্টতই দাবি করেন, এই ঘটনা লজ্জার (shame)! সেই সঙ্গে তিনি জানান, কিছু একটা হবে সেটা সাম্প্রতিক বিষয়গুলি থেকে তারা ধারণা করতে পেরেছিলেন।

পহেলগাম হামলার পরে ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন ভারত ও পাকিস্তান কয়েক দশক ধরে, এমনকি শতাব্দী পেরিয়ে যুদ্ধ করছে। পাকিস্তানে ভারতের এয়ার স্ট্রাইকের পরে আর একবার সেই প্রসঙ্গই ট্রাম্পের মুখে। তিনি জানান কয়েক শতাব্দী ধরে ভারত ও পাকিস্তান যুদ্ধ করছে। আশা রাখি খুব দ্রুত এই যুদ্ধ শেষ হবে। মার্কিন রাষ্ট্রপতির তরফে যদিও আগেও সন্ত্রাসবাদে নিন্দা করা হয়েছিল। তবে পাকিস্তানের সন্ত্রাস ঘাঁটিতে ভারতের হানা নিয়ে দু নৌকায় পা দিয়ে চলার নীতিই নিলেন ডোনাল্ড ট্রাম্প।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version