Saturday, August 23, 2025

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

Date:

Share post:

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) অভিযানে পাকিস্তানের সাধারণ নাগরিক কিংবা সেনাকে টার্গেট করা হয়নি। উল্টোদিকে পাকিস্তান মৃত জঙ্গিদের ‘শহিদ’ তকমা দিতে ব্যস্ত। সেই ইসলামাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের দোষ থাকতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট (USA president)। ভারতের ‘অপারেশন সিন্দুর’কে লজ্জা দাবি করার পর এবার ভারতের মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট করলেন তাঁর দুমুখো নীতি।

মঙ্গলবার মধ্যরাতে (৭ মে) পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। বুধবার সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। জঙ্গি মদতকারী পাকিস্তান যতই ‘নিরীহদের উপর হামলা হয়েছে’ বলে মিথ্যে প্রচার করে ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করুক না কেন, আসল সত্যি গোটা বিশ্বের সামনে চলে এসেছে। Operation Sindoor সফল হওয়ার পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর কাছে সব তথ্য পেশ করেছেন। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প গোটা ঘটনাকে ‘লজ্জা’ বলে দাবি করে বিতর্কের জন্ম দেন। চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভাল করে জানি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে।” যেভাবে বছরের পর বছর ধরে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে সেই সম্পর্কে রাষ্ট্রসংঘ সম্পূর্ণ অবগত হওয়া সত্ত্বেও, এই পরিস্থিতিতে ভারতের পদক্ষেপকে সমর্থনের পরিবর্তে ট্রাম্পের মধ্যস্থতার কথায় বরাবরের মতো মার্কিন প্রেসিডেন্টের দু নৌকায় পা দিয়ে চলার নীতি স্পষ্ট হলো। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য আমেরিকার ‘অযাচিত’ প্রস্তাবের কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...