বৃহস্পতিবারের সকালে গঙ্গোত্রীর (Gangotri) দিকে যাওয়ার সময় ভাগীরথী নদীর কাছে ভেঙ্গে পড়ল চপার (Helicopter Accident in Uttarakhand)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে, আহত দুই। পুলিশের সঙ্গে মিলে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল একটি বেসরকারি চপার। হঠাৎ করেই মাঝ আকাশে ভেঙে পড়ে সেটি। এর ফলে চপারে থাকা পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ, সেনা, কুইক রেসপন্স টিম (QRT), অ্যাম্বুলেন্স ও ভাটোয়ারীর বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা তা স্পষ্ট নয়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–