Saturday, December 6, 2025

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য: বিজেপি সাংসদ নিশাকান্তকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের জন্যই দেশে ‘সিভিল ওয়ার’ হবে! বিজেপি সাংসদের এই মন্তব্যকে কড়া জবাব সুপ্রিম কোর্টের (Supreme Court)। সাংসদ নিশিকান্ত দুবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন। এমনকি নিছক প্রচার পাওয়ার জন্য এমন আচরণ করেছেন বলেও পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

ওয়াকফ সংশোধনীর আইন সংক্রান্ত মামলা ও রাজ্যের বিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে অবমাননাকর বক্তব্য পেশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। তারই পাল্টা সুপ্রিম কোর্টে (Supreme Court) পর্যবেক্ষণ এই ধরনের মন্তব্যগুলি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ছিল এবং ভারতের সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের উপর অভিযোগ এনে দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা প্রতিফলিত হয়। এতে সাংবিধানিক আদালত, তার দায়িত্ব ও বাধ্যবাধকতা নিয়ে অজ্ঞতার পরিচয় দেয়। বিজেপির সাংসদ এর আগেও এই ধরনের অবমাননাকর মন্তব্য পেশ করেছেন, যা নিয়ে উদাসিনতাই দেখিয়েছে বিজেপি। এবার তারই ফল মিলল শীর্ষ আদালতে।

সেই সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদালত এত পলকা স্থান নয়, যার প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস এই ধরনের বক্তব্যে ক্ষীণ হয়ে যেতে পারে। ফলে এই ধরনের বক্তব্যে কোনও অতিরিক্ত পদক্ষেপ নিতে চায়নি শীর্ষ আদালত।সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, আদালত মুক্ত সংবাদ, বিচার বা বক্তব্যের পক্ষেই। কিন্তু যদি কোনও মন্তব্য পক্ষপাতমূলক বা সংকীর্ণ চিন্তাভাবনা থেকে করা হয়ে থাকে তবে মানুষ তা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন।

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...