Thursday, August 28, 2025

যখন গোটা দেশ কর্নেল সোফিয়া কুরেশির সাংবাদিক সম্মেলন দেখে দেশপ্রেমে ভাসছে, তখন আরেক প্রান্তে আনন্দে কাঁদছেন তাঁর যমজ বোন ডঃ সায়না সুনসারা। গুজরাতের ভদোদরার এই দুই যমজ বোন, ভিন্ন পথে হেঁটেও দেশের সেবায় অনন্য নজির গড়েছেন। কর্নেল সোফিয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ‘অপারেশন সিঁদুর’-এর মুখ হয়ে যখন সাংবাদিক সম্মেলনে যোগ দিচ্ছেন, তখনই খবরটি পেয়ে টেলিভিশনের পর্দায় চোখ আটকে যায় সায়নার।

সায়না বলেন, “আমাদের সময় মেয়েরা সেনাবাহিনীতে খুব একটা যোগ দিত না। তখন থেকেই আমরা দুজনেই চাইতাম সেনার সঙ্গে যুক্ত হতে। সোফিয়া সেই স্বপ্নপূরণ করেছে সেনাবাহিনীর উর্দি পরে। আর আমি গবেষণা, পরিবেশ রক্ষা, ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে দেশের পাশে দাঁড়ানোর পথ বেছে নিয়েছি।”

ডঃ সায়না সুনসারার পরিচয় বহুমাত্রিক—তিনি একজন অর্থনীতিবিদ, প্রাক্তন সেনা ক্যাডেট, রাইফেল শ্যুটার, ফ্যাশন ডিজাইনার, মা, পরিবেশকর্মী এবং বিউটি কুইন। ২০১৭ সালে তিনি জিতেছিলেন ‘মিস গুজরাত’, ‘মিস ইন্ডিয়া আর্থ’-এর মুকুট এবং ২০১৮ সালে ‘মিস ইউনাইটেড নেশনস’ খেতাব। রাষ্ট্রপতির তরফ থেকে রাইফেল শ্যুটিংয়ে পেয়েছেন স্বর্ণপদক। ফ্যাশন জগতে অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

পরিবেশ রক্ষার কাজেও অনন্য নজির স্থাপন করেছেন সায়না। গুজরাতে তিনি ১ লক্ষ গাছ রোপণের মাধ্যমে পরিচিত হয়েছেন ‘ভদোদরার বিস্ময় নারী’ নামে।

সায়না জানান, “সোফিয়া যে ‘অপারেশন সিঁদুর’-এ সাংবাদিক সম্মেলনে থাকবেন, তা আমরা কেউই জানতাম না। এক আত্মীয় ফোন করে জানান, টিভি খুলে দেখ। টিভি খুলে বোনকে দেখে গর্বে ও আবেগে চোখ ভিজে যায়।”

দেশের দুই ভিন্ন রূপে সেবা করছেন যমজ দুই বোন—একজন অলিভ গ্রিন উর্দিতে সীমান্ত রক্ষায়, আরেকজন প্রকৃতি রক্ষা ও সমাজ উন্নয়নে। তাঁদের এই অনন্য যুগল কাহিনি গোটা দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন – সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকেপ্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্র

_

 

_

 

_

 

_

 

_

 

__

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version