Tuesday, January 13, 2026

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

Date:

Share post:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। শোনাাযাচ্ছে টেস্ট(Test) থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাকি বোর্ডকেও জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমন পরিস্থিতিই নাকি আসরে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে কোনও একজন প্রভাবশালী ক্রিকেটারের ওপরই নাকি বিরাটকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে সেই ব্যক্তি কে তাঁর পরিচয় অবশ্য গোপন রাখা হয়েছে। রোহিত শর্মা অবসর ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এরপর বিরাট কোহলির(Virat Kohli) অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ। শোনাযাচ্ছে নাকি বোর্ড নাকি চাইছে না বিরাট কোহলি অবসর না নেয়। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের জন্যই মরিয়া চেষ্টায় নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর সেই জন্যই দায়িত্ব নাকি উঠেছে এক প্রশাবশালী প্রাক্তন ক্রিকেটারের ওপর।

এরপর থেকেই সেই ক্রিকেটারের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কী বিরাট কোহলিকে বোঝানোর দায়িত্ব উঠেছে সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) ওপর। নাম শোনা গেলেও বিসিসিআইয়ের তরফ থেকে অবশ্য মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষপর্যন্ত বিরাট কোহলি অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটা তো সময়ই বলবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার সঙ্গেই সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। এরপরই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছে এমন জল্পনা। তিনিও নাকি টেস্ট থেকে সরে যেতে চাইছেন। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। আগামী জুন মাস থেকে সেই সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলিকে ভীষণভাবে চাইছে বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প...

আসানসোলে কয়লাখনিতে ধস! মৃত ২, আটকে বহু

ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে...

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...