Wednesday, August 20, 2025

SSC: চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন কি শুনবেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!

Date:

স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjeev Khanna)। কারণ, মঙ্গলবারই তিনি অবসর নেবেন। ফলে তাঁর বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা প্রায় নেই। চাকরি বাতিল নিয়ে রায়ের পুনর্বিবেচনার রাজ্য ও এসএসসির রিভিউ পিটিশন নতুন বিচারপতি শুনবেন বলে মনে করা হচ্ছে। তবে কোন বেঞ্চে শুনানি হবে, তা এখনও নির্ধারিত হয়নি। বুধবার মামলাটি উঠতে পারে।

৩ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত (Supreme Court)। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। চাকরি হারান ২৫ হাজার ৭৩৫। এর পরেই শীর্ষ আদালতের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি মেলে অভিযোগ না থাকা শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু বাকিরা এখনও চাকরিহারা। ওই রায়ের পাল্টা রিভিউ পিটিশন করা হবে বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ মে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য ও SSC। তবে সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই অবস্থায় মঙ্গলবার শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতির কর্মজীবন। এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনও সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন বলে মনে করছে না অনেকেই।
আরও খবরদ্বিমুখী ধাক্কা! ষাঁড়ের গুঁতোয় চাঙ্গা শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন শুনানির কয়েকটি ধাপ রয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানানোর পরে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেন বিচারপতি বা বিচারপতিরা। প্রয়োজনে তা নিয়ে বিচারপতির চেম্বারে শুনানিও হয়। সেখানে মামলা গৃহীত হলে তা শুনানির জন্য আদালতে যায়। এসএসসি মামলার ক্ষেত্রে এখন পুনর্বিবেচনার জন্য মামলাটি এখনও চেম্বারেই যায়নি।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version