সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

Date:

Share post:

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি থানার পুলিশ। ধৃতের নাম কৌশিক রায়। কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন- তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। এই পর্যটককে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সদ্য পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সতর্ক প্রশাসক। সেই স্মৃতি উসকে দিল আগ্নেয়াস্ত্র নিয়ে পর্যটনস্থলে যাওয়ার ঘটনা। মন্দারমণি থানার পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় (Kaushik Ray) রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিঘা থেকে মন্দারমণি পৌঁছন। গোপন সূত্রে এই খবর পেয়ে, পুলিশ কৌশিক যে হোটেলে ওঠেন সেখানে তল্লাশি করে। কিন্তু হোটেলে তিনি না থাকায় তাঁর উপর নজরদারি শুরু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়েই সমুদ্র সৈকতে ঘুরছিলেন ওই যুবক। পরে হোটেলে ফিরলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের এই বিষয়ে কিছু না জানায় তাঁদের গ্রেফতার করা হয়নি।
আরও খবর: ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

মালদহের বাসিন্দা বছর তিরিশের কৌশিক কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না- খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে কী উদ্দেশে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে চক্রের যোগ আছে কি না-সেই সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। মন্দারমণি (Mandarmoni) উপকূল থানায় ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, “গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিস্তারিত তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।” এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

spot_img

Related articles

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও...

জেলা থেকে রাজ্য, পঞ্চমীর প্রাক্কালেই পুজো ক্যানভাসে বাঙালি উন্মাদনার জোয়ার 

বৃষ্টির পূর্বাভাসের (Rain forecast) জেরে আগেভাগে ঠাকুর দেখার যে ট্রেন্ড মহালয়া থেকে তৈরি হয়েছে, চতুর্থীর রাতে তা একেবারে...

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...