Saturday, January 10, 2026

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

Date:

Share post:

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি থানার পুলিশ। ধৃতের নাম কৌশিক রায়। কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন- তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। এই পর্যটককে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সদ্য পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সতর্ক প্রশাসক। সেই স্মৃতি উসকে দিল আগ্নেয়াস্ত্র নিয়ে পর্যটনস্থলে যাওয়ার ঘটনা। মন্দারমণি থানার পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় (Kaushik Ray) রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিঘা থেকে মন্দারমণি পৌঁছন। গোপন সূত্রে এই খবর পেয়ে, পুলিশ কৌশিক যে হোটেলে ওঠেন সেখানে তল্লাশি করে। কিন্তু হোটেলে তিনি না থাকায় তাঁর উপর নজরদারি শুরু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়েই সমুদ্র সৈকতে ঘুরছিলেন ওই যুবক। পরে হোটেলে ফিরলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের এই বিষয়ে কিছু না জানায় তাঁদের গ্রেফতার করা হয়নি।
আরও খবর: ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

মালদহের বাসিন্দা বছর তিরিশের কৌশিক কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না- খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে কী উদ্দেশে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে চক্রের যোগ আছে কি না-সেই সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। মন্দারমণি (Mandarmoni) উপকূল থানায় ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, “গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিস্তারিত তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।” এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...