Friday, January 30, 2026

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

Date:

Share post:

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি থানার পুলিশ। ধৃতের নাম কৌশিক রায়। কী কারণে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন- তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। এই পর্যটককে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সদ্য পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সতর্ক প্রশাসক। সেই স্মৃতি উসকে দিল আগ্নেয়াস্ত্র নিয়ে পর্যটনস্থলে যাওয়ার ঘটনা। মন্দারমণি থানার পুলিশ সূত্রে খবর, মালদহে মোথাবাড়ি থানার রায়পাড়া বাসিন্দা কৌশিক রায় (Kaushik Ray) রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দিঘা থেকে মন্দারমণি পৌঁছন। গোপন সূত্রে এই খবর পেয়ে, পুলিশ কৌশিক যে হোটেলে ওঠেন সেখানে তল্লাশি করে। কিন্তু হোটেলে তিনি না থাকায় তাঁর উপর নজরদারি শুরু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র নিয়েই সমুদ্র সৈকতে ঘুরছিলেন ওই যুবক। পরে হোটেলে ফিরলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের এই বিষয়ে কিছু না জানায় তাঁদের গ্রেফতার করা হয়নি।
আরও খবর: ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

মালদহের বাসিন্দা বছর তিরিশের কৌশিক কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না- খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে কী উদ্দেশে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে চক্রের যোগ আছে কি না-সেই সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। মন্দারমণি (Mandarmoni) উপকূল থানায় ওসি অর্কদীপ হালদার জানিয়েছেন, “গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিস্তারিত তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।” এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

spot_img

Related articles

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...