ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! তালিবান বিদেশমন্ত্রী- জয়শঙ্কর কথোপকথনে জল্পনা

Date:

Share post:

‘শত্রুর শত্রু নিজের বন্ধু’, চাণক্যের কূটনীতিকে কাজে লাগিয়ে কি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর (S Jaishankar)! সীমান্ত সংঘর্ষ বিরতির (India Pakistan ceasefire ) মাঝেই ভারতীয় বিদেশমন্ত্রীর বেনজির পদক্ষেপে কূটনৈতিক মহলে জল্পনা, আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জয়শংকর জানান, ‘আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলায়ি আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে। তিনি যেভাবে পহেলগাম হামলার নিন্দা করেছেন।আমরা সেই তালিবানের অবস্থানের ভূয়সী প্রশংসা করছি।’ পাশাপাশি ভারত-আফগানিস্তানের সম্পর্ক নিয়ে পাকিস্তানি মিডিয়া যে মিথ্যা প্রচার চালাচ্ছে তার বিরুদ্ধেও দু’দেশের বিদেশমন্ত্রীর বেশ খানিকক্ষণ কথা হয়েছে বলে জানা গেছে। এইসব তথ্য প্রকাশ্যে আসার পরই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের ‘শত্রু’ বলে পরিচিত তালিবানদের পাশে পেতে কূটনৈতিকভাবেই এই পদক্ষেপ করেছে ভারত।

ভারত এখনও আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে দিনকয়েক আগে কাবুলে গিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান দফতরের ডিরেক্টর আনন্দ প্রকাশ (Anand Prakash) তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর আফগানিস্তানের তরফে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে কথোপকথনের বিষয়টিকে স্বীকার করে তালিবানের ডিরেক্টর অফ কমিউনিকেশন (DOC) হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, চাবাহার বন্দর নিয়ে আলোচনার পাশাপাশি আফগান নাগরিকদের জন্য ভিসার আবেদন করা হয়েছে ভারতের কাছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন এদেশের বিদেশমন্ত্রক। আফগানিস্তান ভারতের বাণিজ্য সম্পর্ককে সামনে রেখে পাকিস্তানের ‘শত্রু’র সঙ্গে নয়াদিল্লির এই মেলামেশা যথেষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবেই মনে করছে আন্তর্জাতিক মহল।

 

spot_img

Related articles

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...

সৈকত ও রুশ বধূর পুত্রকে খুঁজতে কূটনৈতিক পদক্ষেপের উপরেই ভরসা সুপ্রিম কোর্টের

সৈকত বসুর রুশ (Russia) স্ত্রী ভিক্টোরিয়া ঝিগালিনার মামলায় এবার কূটনৈতিক পদক্ষেপের উপরেই ভরসা রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

শতাধিক সফল পাইলটের জীবন নিয়ে বিদায় মিগ-২১, এবার স্থান যাদুঘরে

ভারতের বিমান বাহিনীর ইতিহাসে স্বর্ণাভ অধ্যায় আনার কথা ছিল যুদ্ধ বিমান মিগ-২১ (MiG 21) এর। বহু ভারতীয় পাইলট...