Sunday, May 18, 2025
উৎপল সিনহা

মনের নাম মধুমতী
আর চোখের নাম আয়না
আমি দুহাতে চোখ
ঢেকে রাখি
মন যেন জানা যায় না …

চোখ দেখলেই নাকি মনের ভাব অনেকটা বোঝা যায় । কিন্তু সত্যিই কি তাই ? মন পড়ে ফেলা কি এতোই সহজ ? বিশ্বজুড়ে হাজার বছর ধরে অজস্র গবেষণার মূল বিষয় মানুষের মন । মন বড়োই জটিল । কখনো কখনোও কিছুটা বোঝা গেলেও মানুষের অন্তরের জটিল সমীকরণ বোঝার চেয়ে কঠিন কাজ এ পৃথিবীতে আর কিছু নেই । তবে হ্যাঁ , দেহ-ভাষা বা শরীরী ভাষা ব’লে একটা ব্যাপার আছে , যাকে body language বলা হয় ইংরেজি ভাষায় । মানুষের আচার আচরণ , ভাবভঙ্গি ইত্যাদি দেখে , কণ্ঠস্বর শুনে সবটা না হোক , মনের কিছুটা হদিশ অবশ্যই পাওয়া যেতে পারে ।

মানুষের মন প্রকৃত অর্থেই দুর্জ্ঞেয় । তবে হ্যাঁ , মানুষের তাৎক্ষণিক মনোভাব জানা বা অনুমান করার কিছু উপায় রয়েছে , যেগুলি নিয়ে দীর্ঘকাল ধরে পরীক্ষা নিরীক্ষা হয়ে আসছে । কিছু কিছু ফলও পাওয়া গেছে । কোনো কাজ করার অব্যবহিত পূর্বে মানুষের শরীর কিছু সঙ্কেত দেয় ।

এখানেই একটি নিয়ম বা সূত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তা হলো : à§­ – à§©à§® – à§«à§« নামক সূত্র । এই নিয়মটি দাবি করে যে, কথোপকথনের বেশিরভাগ অর্থ কণ্ঠস্বর এবং শারীরিক ভাষায় পাওয়া যায় । অধ্যাপক অ্যালবার্ট মেহরাবিয়ান ১৯৬০-এর দশক থেকে যোগাযোগের বোঝাপড়ার পথিকৃৎ , পথপ্রদর্শক । তিনি ক্লার্ক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৪ সালে লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজ শুরু করেন । তাঁর প্রসিদ্ধ যোগাযোগ তত্ত্ব :

( সূত্র ) à§­ – à§©à§® – à§«à§« , মৌখিক , অ-মৌখিক , শারীরিক ভাষা । তাঁর এই তত্ত্বকে অতি-সরলীকৃত পরিসংখ্যান হিসেবে সমালোচিতও হতে হয় । সূত্রটি বিশ্লেষণ করা হয় এইভাবে :

à§­ শতাংশ অর্থ উচ্চারিত শব্দের মধ্যে । à§©à§® শতাংশ অর্থ প্যারালিঙ্গুইস্টিক ( শব্দগুলো যেভাবে বলা হয় ) এবং বাকি à§«à§« শতাংশ অর্থ মুখের অভিব্যক্তিতে । তাঁর প্রথম গবেষণায় অধ্যাপক মেহরাবিয়ান নির্ধারণ করতে চেয়েছিলেন যে , শ্রোতারা শব্দ বা স্বরের মাধ্যমে আবেগের সুর বেশি শনাক্ত করেছেন কিনা । স্বরের উচ্চারণেও বিভিন্নতা লক্ষ্য করা যায় । ইতিবাচক , নিরপেক্ষ অথবা নেতিবাচক একটি শব্দ ৩০ জন মহিলা অংশগ্রহণকারীদের শুনিয়ে তিনি তাঁদের মতামত জেনেছিলেন । যেমন ‘ ধন্যবাদ ‘ শব্দটি নানাভাবে উচ্চারণ করা যেতে পারে । এ থেকে বক্তার মনোভাব কিছুটা হলেও বোঝা যায় বইকি । আবার অনেকের স্বরক্ষেপণ ও অভিব্যক্তি এতটাই পাথরের মতো নিরেট যে , তার থেকে ইতিবাচক বা নেতিবাচক কোনো মনোভাবই বোঝা সম্ভব নয় ‌। এই ধরনের অভিব্যক্তিকে নিরপেক্ষ বলতে হবে । তাঁর দ্বিতীয় গবেষণায় à§©à§­ জন নারী অংশগ্রহণ করেন । এখানেও পছন্দ , অপছন্দ বা নিরপেক্ষ ইত্যাদি বিভিন্ন অভিব্যক্তি-সহ একজন ব্যক্তির মুখের ছবি দেওয়া হয় । অংশগ্রহণকারীরা ছবির দিকে তাকালে জোরে উচ্চারিত একটি শব্দ শুনতে পেতো এবং তা থেকেই বক্তার মনোভাব , আবেগ ইত্যাদি অনুমান করতে হতো । এতে দেখা গেছে , কখনও স্বর ও মুখের অভিব্যক্তি মিলে যেতো , আবার কখনও মিলতো না ।

এই সমস্ত ফলাফল একত্রিত করে মৌখিক ও অ-মৌখিক আবেগগত ইঙ্গিতের ওপর , শব্দ উচ্চারণের অভিব্যক্তির ওপর ভিত্তি করে গোটা বিষয়টার সংক্ষিপ্তসার হিসেবে à§­ – à§©à§® – à§«à§« অনুপাত তৈরি করেন এই বিশিষ্ট মনোবিজ্ঞানী ।

তাহলে সবমিলিয়ে এটা বলা যায় যে , যোগাযোগের ৭ শতাংশ মৌখিক বিষয়বস্তু , ৩৮ শতাংশ কণ্ঠস্বর এবং ৫৫ শতাংশ শারীরিক ভাষা দ্বারা গঠিত । যোগাযোগ তত্ত্ব ও অধ্যয়ণে এই অনুপাত অবশ্যই একটি প্রাথমিক ধারণা প্রতিষ্ঠা করে । তবে এই সূত্র বিতর্কের ঊর্ধ্বে নয় । আবার এটাও বলতে হয় যে , এই সূত্রটিকে সম্পূর্ণ অবজ্ঞা করে আধুনিক যোগাযোগ- বিজ্ঞানের আলোচনা সহজ নয় ।

আরও পড়ুন – পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

_

 

_

 

_

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version