Monday, May 19, 2025

অবমাননা মামলায় রুল জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তিন বিচারপতির বেঞ্চ। সোমবার, শুনানিতে যেহেতু কুণাল ঘোষ-সহ কোনও অভিযুক্ত জবাবি হলফনামা দেননি, সেই কারণে আদালত কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল। পরবর্তী শুনানি ১৮ জুন।

সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না,তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। সেই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ ওঠে। এদিন শুনানিতে কুণাল ঘোষের (Kunal Ghosh) আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং গতকাল রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি আজ। কোর্ট আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে।“ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, সকলের ক্ষেত্রেই রুল জারি হয়েছে।

কুণালের আইনজীবীরা বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না। ওই একই সময়ে তিনি নিউজ 18-এর একটি রেকর্ডিং-এ রাজারহাটে ছিলেন। বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল (Kunal Ghosh) বলেন, “ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।”
আরও খবর: ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

এদিন কুণালদের বিরুদ্ধে কোর্টে কার্যত একজোট ছিলেন CPIM, BJP, কংগ্রেসের আইনজীবীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন, “যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাঁদের ধর্নামঞ্চে বাম, বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করছেন, রাজ্য সরকার তাঁদের চাকরির ব্যবস্থা করার পরে এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পাল্টা মামলা করে জটিলতা তৈরি করছেন বলে অভিযোগ। আমরা এদের চাকরির পক্ষে। ছেলেমেয়েগুলি বিপন্ন অবস্থায় আছে। তবে কোর্ট চত্বরে কোনও বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি।”

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version