নির্ধারিত সময়েই রাজ্যে বর্ষা ঢুকবে। তবে প্রাক বর্ষায় রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও তাতে গরম কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বেলার দিকে রোদের তেজ বাড়তেই আর্দ্রতা জনিত অস্বস্তি আর গরম বাড়বে। তবে বিকেলের পর ঝড় বৃষ্টিতে (Rain forecast) সামান্য স্বস্তি মিলতে পারে। তবে তাপমাত্রার পারদের খুব একটা হেরফের হবে না।

গত ১৩ মেয়ে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে মৌসুমি বায়ু ঢুকেছে। এরপর উত্তর বঙ্গোসাগরের দিকে মৌসুমি বায়ু এগিয়ে আসবে বলে মনে করছেন আবহবিদরা। এই মুহূর্তে পঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপরে বিরাজ করছে। ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে। হাওয়া অফিস জানিয়েছে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আর বৃষ্টির পূর্বাভাস হয়েছে। হালকা ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–