আসন্ন মরসুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলকে(Eastbengal) সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে যেমন বহু বদল আনছে তারা। তেমনই দেশীয় ফুটবলারদের ক্ষেত্রেও বেশ কিছু বদলের ভাবনা রয়েছে। এবার নন্দাকুমার(Nandhakumar) এবং নিশু কুমারকেও(Nishu Kumar) ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। গত মরসুমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি এই দুই ফুটবলার। এমনকি অস্কারেরও নজর কাড়তে পারেনি তারা। শেষপর্যন্ত নন্দা(Nandha Kumar) এবং নিশু কুমারকে(Nishu Kumar) ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মুহূর্তে বিদেশি ফুটবলার নেওয়ার দিকেই বিশেষ নজর দিয়েছে ইস্টবেঙ্গল। তবে সেইসঙ্গে দেশীয় ফুটবলারের খোঁজও চলছে। গত মরসুমে বারবারই নিশু কুমারের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে(Eastbengal)। সেইসঙ্গে নন্দারও খারাপ পারফরম্যান্স দলের রক্ষণকে সমস্যায় ফেলেছে। এবার সেই কারণেই নাকি এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

ইতিমধ্যে নাকি এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে। সূত্রের খবর সুপার কাপ শেষ হওয়ার পরই নাকি নন্দাকুমার(Nandha Kumar) ও নিশু কুমারকে(Nishu Kumar) না রাখার ইঙ্গিত দিয়েছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। এরপরই ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হয়ে আসেন থংবোই সিংটো। কোচের সঙ্গে নানান আলোচনা সেরেই নাকি দল গোছাচ্ছেন তিনিও। আর সেখানেই নন্দাকুমার এবং নিশু কুমার নেই।

–

–

–
–

–
–

–

–

–

–

–

–
