Friday, January 30, 2026

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

Date:

Share post:

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে কিতাব লাভার্স। তারা হাজির জনপ্রিয় অফার ‘লোড দ্য বক্স’ নিয়ে। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচদিনব্যাপী এই বইমেলা চলবে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইয়ের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ থাকছে সব বয়সীদের। উপন্যাস, রহস্য, রোমান্স, ক্লাসিক, এবং নন-ফিকশনের ডালি সাজিয়ে দশ লক্ষের বেশি বইয়ের সমাহার থাকছে। মেলাটি একটি লাইব্রেরির মতো সাজানো হয়েছে যা নিঃসন্দেহে নান্দনিক সৌন্দর্য বাড়িয়েছে।

এই মেলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ‘লোড দ্য বক্স’ নামক এর সৃজনশীল বিষয়। বইপ্রেমীরা একটি বাক্স কেনার পর এবং তাঁদের ইচ্ছামতো যত খুশি বই দিয়ে তা ভর্তি করতে পারবেন। তবে বই গুলি বাক্স বন্দি করতে মানতে হবে একটি শর্ত। বাক্সতে বই ভর্তি করার পর বাক্স পুরোপুরি বন্ধ করতে হবে। এই বইমেলায় থাকছে নতুন বই এর আবিষ্কার এবং গল্প সংগ্রহ করার আনন্দ। তিনটি বাক্সের মধ্যে রয়েছে – মানি সেভার বাক্স – ১,২০০ ( এই বাক্সে প্রায় ১০-১৩টি বই ধরে), ওয়েলথ বাক্স – ২,২০০ (এই বাক্সে প্রায় ১৭-২০টি বই ধরে), ট্রেজার বাক্স – ৩,০০০ (এই বাক্সে প্রায় ৩০-৩৩টি বই ধরে)। কিতাব লাভার্সের সহ-প্রতিষ্ঠাতা আর.কে. শঙ্কর অ্যাক্রোপলিস মলের এই বইমেলা সম্পর্কে বলেন “আমাদের একাদশতম কলকাতা বইমেলা সাহিত্যকে গুরুত্ব দেয়। অ্যাক্রোপলিস মলকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার – হসপিটালিটি অ্যান্ড মল, শুভদীপ বসু বলেন, “অ্যাক্রোপলিস মলে, আমরা আমাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ এবং উদ্ভাবনী অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত। বর্তমানে বাচ্চা থেকে যুবক- ক্রমবর্ধমানভাবে ভার্চুয়াল জগতে নিমজ্জিত হওয়ার সাথে সাথে বই পড়ার ঝোক কমছে। এই বইমেলা মনোযোগ, কল্পনা, এবং অধ্যয়ন বিকাশের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ বলে মনে করি। আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি।”

 

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...