Monday, November 10, 2025

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

Date:

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির এক্তিয়ার নিয়ে এজেন্সিকে তীব্র ভর্ৎসনা ভারতের প্রধান বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের (A bench of Chief Justice of India B.R. Gavai and Justice Augustine George Masih)। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (Tamil Nadu State Marketing Corporation)-এর বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। দায়িত্ব পেয়েই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের অতিসক্রিয়তা শুরু। সরাসরি হানা সরকারি প্রতিস্থানে। ইডির কার্যকলাপের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলানাড়ু সরকার । সেই মামলার শুনানিতেই কর্পোরেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (SC)।

তামিলনাড়ু সরকারের (Tamilnadu Government)হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, রাজ্য সরকার ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ৪১টি এফআইআর দায়ের করেছে সংস্থাটির বেশ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে। অথচ ইডি তদন্তভার গ্রহণ করেই যেভাবে সরকারি দফতরে হানা দিল এবং সেখানকার কর্মীদের ফোন বাজেয়াপ্ত করেছে, তাতে গোপনীয়তার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যায়। শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি গভাই প্রশ্ন তোলেন কীভাবে কর্পোরেশনের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান হতে পারে? এরপরই তাঁর সংযোজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সব সীমা অতিক্রম করে যাচ্ছে। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ ইডিকে এদিন বলে, “কোন বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু কর্পোরেশন? ইডি সমস্ত সীমা অতিক্রম করছে! নোটিশ জারি করুন।” শীর্ষ আদালত ওই প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি ওই সংস্থার বিরুদ্ধে কী অভি‌যোগ রয়েছে, তার কী কী প্রমাণ ইডির হাতে এসেছে, এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version