Friday, January 9, 2026

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর ধরে যেভাবে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে (Salman Khan)তাতে বেশ চিন্তায় সুপারস্টারের পরিবার থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও বড় ফাঁক! এবার পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ (Bandra police)সূত্রে জানা গেছে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা বলিউড অভিনেতার বাড়িতে ঢুকলেন, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও গত ১৯ মে ভোর তিনটে নাগাদ বছর বত্রিশের এক মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। সেখানে তাঁকে ধরে ফেলেন গার্ডরা। সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ২০ মে ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সুপারস্টারের বাড়িতে ঢুকে পড়েন।সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তিনি নিজেকে ‘ফ্যান’ বলে পরিচয় দেন। বলেণ, সলমনের সঙ্গে দেখা করবেন। বাড়ির রক্ষীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর সন্ধ্যা নাগাদ তিনি ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে তাঁদের সাধারণ অনুরাগী মনে হলেও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা।

 

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...