সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর ধরে যেভাবে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে (Salman Khan)তাতে বেশ চিন্তায় সুপারস্টারের পরিবার থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও বড় ফাঁক! এবার পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ (Bandra police)সূত্রে জানা গেছে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা বলিউড অভিনেতার বাড়িতে ঢুকলেন, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও গত ১৯ মে ভোর তিনটে নাগাদ বছর বত্রিশের এক মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। সেখানে তাঁকে ধরে ফেলেন গার্ডরা। সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ২০ মে ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সুপারস্টারের বাড়িতে ঢুকে পড়েন।সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তিনি নিজেকে ‘ফ্যান’ বলে পরিচয় দেন। বলেণ, সলমনের সঙ্গে দেখা করবেন। বাড়ির রক্ষীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর সন্ধ্যা নাগাদ তিনি ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে তাঁদের সাধারণ অনুরাগী মনে হলেও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা।

 

spot_img

Related articles

খারাপ সময় চলছে দীপিকার! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

খারাপ সময় যাচ্ছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের। জল্পনা চলছিলই। তাতে সিলিমোহর পড়ল। দীপিকাকে কল্কির সিক্যুয়ালে দেখা যাবে না...

সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে সিনেমা ভবানী ভবনের পুলিশের

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জীবনী অবলম্বন করে তৈরি হল সিনেমা (Cinema)। সৌজন্যে কলকাতা ও রাজ্য পুলিশের (Police) কর্মীরা।...

ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

অপেক্ষার অবসান, বহু প্রতীক্ষিত 'কর্পূর'-এর (Karpoor) ফার্স্ট মোশন পোস্টারে সিনেমা মুক্তির সময়কালের আভাস দিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam...

কেউ ওড়ালেন ঘুড়ি, কেউ মাতলেন পুজো ফ্যাশনে! কেমন কাটলো তারকাদের বিশ্বকর্মা পুজো? 

দেবশিল্পী বিশ্বকর্মা বন্দনায় (Vishwakarma Puja Celebration) মেতে উঠল গোটা টলিউড। কেউ পরলেন নতুন পাঞ্জাবি কেউ ব্যস্ত গাড়ি পুজোয়।...