Saturday, January 31, 2026

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর ধরে যেভাবে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে (Salman Khan)তাতে বেশ চিন্তায় সুপারস্টারের পরিবার থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও বড় ফাঁক! এবার পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ (Bandra police)সূত্রে জানা গেছে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা বলিউড অভিনেতার বাড়িতে ঢুকলেন, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও গত ১৯ মে ভোর তিনটে নাগাদ বছর বত্রিশের এক মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। সেখানে তাঁকে ধরে ফেলেন গার্ডরা। সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ২০ মে ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সুপারস্টারের বাড়িতে ঢুকে পড়েন।সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তিনি নিজেকে ‘ফ্যান’ বলে পরিচয় দেন। বলেণ, সলমনের সঙ্গে দেখা করবেন। বাড়ির রক্ষীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর সন্ধ্যা নাগাদ তিনি ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে তাঁদের সাধারণ অনুরাগী মনে হলেও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা।

 

spot_img

Related articles

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...