Saturday, December 6, 2025

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

Date:

Share post:

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ – ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ (Flight operations in Andaman and Nicobar Islands suspended)! বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত, বাড়ছে জল্পনা। যদিও সরকারের তরফে এখনও কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির (India Pakistan ceasefire) মাঝেই এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার (Missile Test) প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল শুক্রবার সকাল সাতটা থেকে আন্দামান-নিকোবর এলাকায় যেকোনো উচ্চতায় বিমান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেক্ষেত্রে যাত্রীবাহী বিমানের জন্য বিকল্প পথ খুঁজে বের করতে হবে। কিন্তু তা না মেলায় পুরোপুরি আকাশ পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। এতে বিভিন্ন এয়ারলাইন্স সমস্যায় পড়েছে। এমনিতেই পাকিস্তানে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তার সঙ্গে আবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা জুড়েও যদি বিমান না যায় তাতে কানেক্টিং ফ্লাইটেও দীর্ঘ সময় যাত্রা করতে হবে বলে মনে করছে বিভিন্ন এয়ারওয়েজ কোম্পানিগুলি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটুকু জানা যাচ্ছে শনিবারের আগে এই নিষেধাজ্ঞা উঠবে না। ফলে ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। এমনিতেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের আধুনিকোত্তর যুগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। ব্রহ্মস কিংবা আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখানেই হয়েছিল। তবে সপ্তাহান্তে কোন ক্রুজ মিসাইলের শক্তি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা তা এখনও জানা যায়নি।

 

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...