পাকিস্তানের স্বরূপ যে ভাষায় জাপানের টোকিও-তে (Tokyo) খুলে দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা মন জিতে নিয়েছিল জাপানের প্রবাসী ভারতীয়দের। এবার পালা দক্ষিণ কোরিয়ার (South Korea)। পাক সন্ত্রাসবাদের মুখোশ খুলতে শনিবারই সিওল পৌঁছে দিয়েছে ভারতীয় প্রতিনিধিদল। ফের একবার দেশের নিরাপত্তায় গর্জে ওঠার পালা।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিণ কোরিয়া বা কোরীয় প্রজাতন্ত্র। ফলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ভারতের জন্য দক্ষিণ কোরিয়া যথেষ্ট গুরুত্ব বহন করে। এবার পাক-বিরোধী বার্তা দিতে ভারতীয় প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার সিওলে ভারতীয় দূতাবাসে। কোরীয় প্রজাতন্ত্রে (South Korea) ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার। তাঁর আমন্ত্রণে ভারতীয় প্রতিনিধি দল সিওলে (Seoul) ভারতীয় দূতাবাসে রবিবার বৈঠক করে এবং সেদেশের নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগেই নীতি নির্ধারণ করে।

The All-Party Parliamentary Delegation, including Shri @abhishekaitc, attended a crucial briefing by the Indian Ambassador at the Indian Embassy in Seoul — discussing the way forward and reaffirming India’s resolute stance against terrorism. pic.twitter.com/cccNg61e3g
— All India Trinamool Congress (@AITCofficial) May 25, 2025
–

–

–

–

–

–

–

–
–
–
–


