রাজ্যসভার আট আসনে নির্বাচন ঘোষণা হতেই প্রার্থী ঘোষণার পালা শুরু। সবথেকে বেশি আসনে নির্বাচন হবে তামিলনাড়ুর। তাই সেখানে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বেশি। সেখানেই এবার পাওয়া গেল নতুন সম্ভাবনার ইঙ্গিত। তামিলনাড়ু থেকে ডিএমকে-র সঙ্গে আসন সমঝোতায় এবার রাজ্যসভায় (Rajyasabha) অভিনেতা কমল হাসানের (Kamal Haasan) যাওয়ার জল্পনা তৈরি হয়েছে।

রাজনীতিতে প্রবেশের পরে তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের (M K Stalin) ডিএমকে-র (DMK) সঙ্গে সমঝোতা বজায় রেখেই চলেছেন কমল হাসান। ১৯ জুন রাজ্যসভার শূন্য হওয়া ও হতে চলা আসনগুলির নির্বাচন। তামিলনাড়ুর (Tamilnadu) ৬ আসনেও নির্বাচনের বিজ্ঞপ্তি ২ জুন প্রকাশিত হবে। তার আগেই ৩ আসনে প্রার্থী ঘোষণা করল ডিএমকে। বাকি ৩ আসনে প্রার্থী ডিএমকে দেবে কি না, তা এখনও নিশ্চিত নয় স্ট্যালিনের দল। সেখানেই সম্ভাবনা তৈরি হয়েছে কমল হাসানকে প্রার্থী করার। তবে এই বিষয়ে কমলের দল মক্কাল নিধি মৈয়াম-এর (MNM) পক্ষ থেকে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

তবে রাজ্যসভা নির্বাচনের আগেই বুধবার এমএনএম এক্সেকিউটিভ কমিটি বৈঠকে বসে। লোকসভা নির্বাচনের থেকেই ডিএমকে-র কাছে একটি আসনের আবেদন জানানো হয়েছিল। ডিএমকে-ও এমএনএম-এর প্রস্তাবে রাজি বলে সূত্রের খবর। ফলে বুধবারের বৈঠকের শেষে সেই আসনের জন্য কমলকেই (Kamal Haasan) প্রার্থী (Rajyasabha cancdidate) মনোনিত করে দল এমএনএম (MNM)।

–

–

–

–

–
–

–

–
–
–
–