Monday, November 3, 2025

বাংলায় আয়ুষ্মান চাপানোর চেষ্টা মোদির, যোগীরাজ্যে মোবাইলের আলোয় সন্তান প্রসব!

Date:

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য নীতির ঢাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে বাজিয়ে গিয়েছেন। অথচ বিজেপির ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশেই (Uttarpradesh) হাসপাতালে আলোর অভাবে মোবাইলের ফ্লাশ লাইটে (flash light) সন্তানের জন্ম দিতে বাধ্য হচ্ছেন মহিলারা। একজন নয়, চার জন প্রসূতির ফ্লাশ লাইটের আলো সন্তান প্রসবের ঘটনায় তীব্র সমালোচনা বাংলা শাসক দল তৃণমূলের।

উত্তর প্রদেশের বালিয়া (Ballia) জেলার বেরুয়ারবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মোবাইলের ফ্লাশ লাইটে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় মুখ পুড়েছে যোগী প্রশাসনের। বেরুয়ারবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরেই এই ধরনের অব্যবস্থা চলে আসছে বলে দাবি স্থানীয়দের। হাসপাতাল থেকে ১২ কিলোমিটার দূরে ট্রান্সফরমারে সমস্যা হওয়ায় হাসপাতালে বিদ্যুৎ নেই। বিকল্প হিসাবে রয়েছে সৌর চালিত বিদ্যুৎ (solar electricity)। তবে সেটিও বিকল। ফলে গত কয়েকদিন ধরেই হাসপাতালে আসা প্রসূতিদের সন্তানের জন্ম দিতে হচ্ছে মোবাইলের ফ্লাশ লাইটের (flash light) ভরসায়।

সম্প্রতি এই বালিয়াতেই (Ballia) সামনে এসেছে আরও একটি মর্মান্তিক ঘটনা, যেখানে প্রসূতি হাসপাতালে গেটেই সন্তান প্রসব করেছেন। যার জেরে তদন্তের সাপেক্ষে চার স্বাস্থ্যকর্মীকে বদলিও করতে হয়েছে যোগী সরকারকে।

যে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় আয়ুষ্মান প্রকল্প লাগু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার বালিয়ার ঘটনার উল্লেখ করে সেই মোদিকেই বিধল্য রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, এই বিজেপিই আবার বাংলার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে! ‘আয়ুষ্মান ভারত’-এর মিথ্যা বাহবা না দিয়ে, একটু নিজেদের রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিক বিজেপি।

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version