Friday, November 14, 2025

ভোটের নামে প্রহসন! মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ‘বেআইনি’ নির্বাচন থেকে সরে দাঁড়াল WBJDA

Date:

Share post:

নির্বাচনের নামে  প্রহসন! কলকাতা মেডিক্যাল কলেজের (KMC) ছাত্র সংসদের ‘বেআইনি’ নির্বাচন থেকে সরে দাঁড়াল WBJDA। তাদের অভিযোগ, নিয়ম মেনে standard operating procedure (SOP) তৈরি করে তা সমস্ত পড়ুয়াদের দিতে হয়। কিন্তু এক্ষেত্রে জুনিয়র ডাক্তার আন্দোলনের নকশালপন্থী DSA এবং SUCI(C) ছাত্র সংগঠন DSO র প্রতিনিধিরা সেই নিয়ম না মেনেই এই নির্বাচন করাচ্ছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ এই দুই ছাত্র সংগঠন। তাদের দাবি, সব নিয়ম মেনেই করা হয়েছে, কিন্তু সেটা জানতে পারেনি তৃণমূল সমর্থিত WBJDA।

সোমবার, WBJDA পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়, এদিন মেডিক্যাল কলেজে তথাকথিত ছাত্র সংগঠনের নির্বাচন হচ্ছে বলে নানা জায়গায় কিছু রাজনৈতিক সংগঠন দ্বারা পোস্টারিং ও অপপ্রচার চালানো হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্সের উপরেও দৃষ্টিকটু ভাবে পোস্টার সাঁটা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে WBJDA। অধ্যক্ষ এবং প্রশাসনের কাছে তাদের দাবি, এই কাজের সঙ্গে যুক্তদের সিসিটিভি-র ফুটেজ দেখে শাস্তি দেওয়া হোক।

জাতীয় মেডিক্যাল কাউন্সিল (NMC) নির্দেশ অনুসারে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র কাউন্সিলের মনোনয়ন নতুন ছাত্ররা ভর্তি হওয়ার ৬-৮ মাসের মধ্যে করতে হয়। এবং তার অন্তত দু’মাস আগে একটি SOP তৈরি করে তা সমস্ত ছাত্রদের মধ্যে বিলি করা হয়। WBJDA-এর অভিযোগ, SOP তৈরি না করে, সমস্ত ছাত্রকে অবগত না করে, কিছু নির্দিষ্ট মতাবলম্বী (DSA-DSO) ছাত্রদের সঙ্গে কথা বলে এই মনোনয়নের নোটিশ দেওয়া হয়েছে। অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ছাত্র যাঁরা এই সব সংগঠনের সঙ্গে যুক্ত নন তাঁদের মনোনীত হওয়ার কোনও সুযোগই দেয়া হয়নি। WBJDA-এর দাবি, এই মনোনয়নপর্ব বাতিল করে দু মাসের নোটিশ দিয়ে ও SOP তৈরি করে নতুন মনোনয়ন পৰ্ব করা হোক। সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
আরও খবরফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

তবে, WBJDA-র অভিযোগ মানতে নারাজ DSA-DSO। তাদের মতে, খোদ মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে ছাত্র সংসদের নির্বাচনের কথা বলেছিলেন। সেই কারণে স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি বাছতেই এই নির্বাচন। নিয়ম মেনে SOP দিয়েই নির্বাচন হচ্ছে বলে দাবি জানান DSA-DSO-এর প্রতিনিধিরা।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...