নির্বাচনের নামে প্রহসন! কলকাতা মেডিক্যাল কলেজের (KMC) ছাত্র সংসদের ‘বেআইনি’ নির্বাচন থেকে সরে দাঁড়াল WBJDA। তাদের অভিযোগ, নিয়ম মেনে standard operating procedure (SOP) তৈরি করে তা সমস্ত পড়ুয়াদের দিতে হয়। কিন্তু এক্ষেত্রে জুনিয়র ডাক্তার আন্দোলনের নকশালপন্থী DSA এবং SUCI(C) ছাত্র সংগঠন DSO র প্রতিনিধিরা সেই নিয়ম না মেনেই এই নির্বাচন করাচ্ছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ এই দুই ছাত্র সংগঠন। তাদের দাবি, সব নিয়ম মেনেই করা হয়েছে, কিন্তু সেটা জানতে পারেনি তৃণমূল সমর্থিত WBJDA।

সোমবার, WBJDA পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়, এদিন মেডিক্যাল কলেজে তথাকথিত ছাত্র সংগঠনের নির্বাচন হচ্ছে বলে নানা জায়গায় কিছু রাজনৈতিক সংগঠন দ্বারা পোস্টারিং ও অপপ্রচার চালানো হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্সের উপরেও দৃষ্টিকটু ভাবে পোস্টার সাঁটা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে WBJDA। অধ্যক্ষ এবং প্রশাসনের কাছে তাদের দাবি, এই কাজের সঙ্গে যুক্তদের সিসিটিভি-র ফুটেজ দেখে শাস্তি দেওয়া হোক।

জাতীয় মেডিক্যাল কাউন্সিল (NMC) নির্দেশ অনুসারে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র কাউন্সিলের মনোনয়ন নতুন ছাত্ররা ভর্তি হওয়ার ৬-৮ মাসের মধ্যে করতে হয়। এবং তার অন্তত দু’মাস আগে একটি SOP তৈরি করে তা সমস্ত ছাত্রদের মধ্যে বিলি করা হয়। WBJDA-এর অভিযোগ, SOP তৈরি না করে, সমস্ত ছাত্রকে অবগত না করে, কিছু নির্দিষ্ট মতাবলম্বী (DSA-DSO) ছাত্রদের সঙ্গে কথা বলে এই মনোনয়নের নোটিশ দেওয়া হয়েছে। অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ছাত্র যাঁরা এই সব সংগঠনের সঙ্গে যুক্ত নন তাঁদের মনোনীত হওয়ার কোনও সুযোগই দেয়া হয়নি। WBJDA-এর দাবি, এই মনোনয়নপর্ব বাতিল করে দু মাসের নোটিশ দিয়ে ও SOP তৈরি করে নতুন মনোনয়ন পৰ্ব করা হোক। সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
আরও খবর: ফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

তবে, WBJDA-র অভিযোগ মানতে নারাজ DSA-DSO। তাদের মতে, খোদ মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে ছাত্র সংসদের নির্বাচনের কথা বলেছিলেন। সেই কারণে স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি বাছতেই এই নির্বাচন। নিয়ম মেনে SOP দিয়েই নির্বাচন হচ্ছে বলে দাবি জানান DSA-DSO-এর প্রতিনিধিরা।

–

–

–

–
–

–

–
–
–
–