Thursday, June 19, 2025

ক্ষতে প্রলেপ! বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতুর সঙ্গে আনজি সেতুরও উদ্বোধন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

২২ এপ্রিল পহেলগাম হামলার দগদগে স্মৃতির ক্ষতে প্রলেপ দিতে এবার ভূস্বর্গের বুকে আইফেল টাওয়ারের চেয়েও বেশি উচ্চতার ব্রিজ উদ্বোধন। দীর্ঘ তিন দশক ধরে কাজ চলার পর শুক্রবার উদ্বোধন হলো চেনাব রেল ব্রিজের (chenab bridge in kashmir)। রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল উপত্যকা। দেশের মুকুটে নয়া পালক, বিশ্বের সবথেকে উচ্চতম রেল ব্রিজ তৈরি হল ভারতে।চালু হল শ্রীনগর কাটরা রেলপথ। শুক্রবার চেনাব ব্রিজ উদ্বোধনের পাশাপাশি আনজি সেতু পরিদর্শন ও উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পহেলগাম হামলার পর এই প্রথমবার কাশ্মীরে গেলেন তিনি। এদিন রেল ব্রিজ উদ্বোধনের পর উপত্যকায় উন্নয়নের বার্তা দিয়ে বলেন, ঐতিহাসিক দিন গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সন্ত্রাসবাদে দিয়ে ভারতকে খণ্ড-বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না। যদিও এদিন নিজের বক্তব্যে বৈসরণ উপত্যকায় হামলাকারী জঙ্গিদের ধরতে না পারা নিয়ে একটি শব্দ খরচ করেননি ভারতের প্রধানমন্ত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও চেনাব প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। সেই কাজ শুরু হয় অটল বিহারী বাজপেয়ীর জমানায়, ২০০২ সালে। উদ্বোধন হলো ২০২৫-এ। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর, শ্রীনগর, বারামুল্লাকে। চেনাব নদীর উপরে ৩৫৯ মিটার উচ্চতার ব্রিজ এটি।১৪৮৬ কোটি টাকা খরচে তৈরি এই ব্রিজের আয়ু অন্তত ১২০ বছর। উদ্বোধনের পর চেনাব ব্রিজ থেকেই কাটরা অবধি যান মোদি। এরপর বারামুল্লা-কাটরা রুটের দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন, ট্রেনে থাকা বেশ কিছু ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন। আগামী ৭ জুন থেকে এই বন্দেভারতে সফর করতে পারবেন সাধারণ মানুষ। সপ্তাহে ৬ দিনই চলবে এই সেমি হাই স্পিড ট্রেন। কাশ্মীরের আবহাওয়ার কথা মাথায় রেখে বিশেষভাবে এই বন্দেভারত তৈরি করা হয়েছে।

শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রেলসেতু ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চেনাব এবং আনজি সেতু দুটিকে ভারতীয় ‘ইঞ্জিনিয়ারিং চমক’ আখ্যা দিয়েছেন অনেকেই। বেশ কয়েক মাস আগে বিশেষভাবে তৈরি একটি বন্দে-ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছিল চেনাব ব্রিজে। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সেতুর।প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই সেতু। ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে রয়েছে ৮৬ কিমি দীর্ঘ এক টানেল।পাশাপাশি আনজি খাদ রেল ব্রিজেও সফল ট্রায়াল রান হয়েছিল। দুটি ব্রিজই এদিন উদ্বোধন করেন মোদি। আনজি ব্রিজ দেশের প্রথম ঝুলন্ত রেল সেতু। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এক পিলারের ৯৬ কেবিলের সাহায্যে ঝুলে থাকাই সেতুর উপর দিয়ে ১০০ কিলোমিটার বেগে ছুটবে ট্রেন।

 

spot_img

Related articles

উইমেন্স কলেজ ক্যালকাটার উদ্যোগ: কলেজেই হাতে কলমে সাংবাদিকতা শেখার ইন্টার্নশিপ

কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ না করলে সাংবাদিকতা শেখা যায় না- এই কথা মানেন যে কোনও বর্ষীয়ান সাংবাদিক। আর...

সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

বাংলা শিশু-কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় নাম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবার পেলেন সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’। তাঁর গল্প সংকলন...

শুক্রবার বিধানসভায় পেস হচ্ছে স্পোর্টস ইউনিভার্সিটি বিল

বাংলায় তৈরি হতে চলেছে স্পোর্টস ইউনিভার্সিটি। যা পরিচিত হবে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি নামে। বাংলা তো বটেই, গোটা দেশেও...

বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা কি অপরাধ? পরিযায়ী শ্রমিকদের পুশব্যকের ঘটনায়...