বেঙ্গালুরুতে(Bangalore) আরসিবির(RCB) বিজয় উৎসবে মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে প্রায় হারিয়েছেন ১১ জন। এই মুহূর্তে আরসিবিকে(RCB) নিয়ে যেমন সমালোচনা চলছে, তেমনই বোর্ডের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতেই ভাবমূর্তি বাঁচাতে এবার মাঠে নামল বিসিসিআই(BCCI)। আগামী মরসুমের আগে আরও বড় পদক্ষেপ নেওয়ার পথে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)।

এতদিন পর্যন্ত আইপিএলের ফাইনালের দিন পর্যন্তই সমস্ত কিছু বিসিসিআইয়ের(BCCI) দায়িত্বে থাকত। ম্যচের পরের দিন বিজয় উৎসব হওয়া এবং তা কেমনভাবে হবে তা সবকিছুই ফ্র্যাঞ্চাইজিদের আওতায় থাকত। ফাইনালের দিন পর্যন্তই সমস্ত কিছুর দায়িত্ব থাকত বিসিসিআইয়ের(BCCI)। তার পরের দিন থেকে বোর্ডের আর কোনও দায়িত্ব থাকত না। এবার সেই নিয়মও নাকি বদলাতে চলেছে বোর্ড।

সূত্রের খবর অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়ার পর কীভাবে কোনও ফ্র্যাঞ্চাইজি বিজয় উৎসব করবে তার পরিকল্পনাও আগে থেকে বোর্ডকে জানাতে হবে। সমস্ত কিছু বোর্ডের কাছে আনতে হবে। এরপরই হয়ত অনুমতি দেওয়া হবে। এতদিন ফাইনালের দিন পর্যন্তই সমস্ত দায়িত্ব ছিল বোর্ডের।

এরপর থেকে যাবতীয় যা দায়িত্ব তা সবই ছিল ফ্র্যাঞ্চাইজি এবং যেখানে হবে সেই রাজ্যের ক্রিকেট সংস্থার ওপর। কিন্তু বেঙ্গাবলুরুতে যা হয়েছে, তার পর আরসিবির তো বটেই, বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। সোশ্যাল মিডিয়ায় চলছে নানান সমালোচনা।


এমন পরিস্থিতিতেই নিজেদের ভাবমূর্তি বাঁচানোর লক্ষ্যে নেমে পড়েছে বিসিসিআই। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। সেখানেই আগামী দিনে ফ্র্যাঞ্চাইজিদের বিজয় উৎসব নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।


–
–

–
–
–

–

–

–

–

–