ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের প্রস্তুতি শুরু ভারতের(Indian Cricket Team)। প্রথম দিন থেকেই ফিল্ডিংয়ের দিকে বাড়তি নজর শুভমন গিলের(Shubman Gill)। সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতাতেই ভারতীয় দলের ফিল্ডিংয়ে নিয়ে বারবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) নামার আগে সেই দিতেই বেশি নজর ভারতীয় দলের। প্রথম দিন প্রস্তুতিতে নেমেই দীর্ঘক্ষণ সময় ফিল্ডিং প্রস্তুতিতে কাটালেন ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)।

রোহিত শর্মার পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। প্রথম দায়িত্বেই কঠিন চ্যালেঞ্জ তার সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দিয়েই অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের। প্রথম দিন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু ভারতীয় দলের ক্রিকেটারদের।

এই দলে তারুণ্যের আধিক্য বেশি। সেখানে ঋষভ পন্থ(Rishabh Pant) থেকে শুভমন গিলদের বেশীক্ষণ সময়ই কাটাতে দেখা গেল ফিল্ডিংয়ের প্রস্তুতিতে। মাঠে ইন্ডোরে কিছুক্ষণ ফুটবল খেলাও চলে ভারতীয় ক্রিকেটারদের। সেইসঙ্গে সকলের নজর রয়েছে ভারতীয় দলের নতুন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতিই রাখতে নারাজ ভারতীয় শিবির।

𝗣𝗿𝗲𝗽 𝗕𝗲𝗴𝗶𝗻𝘀 ✅
First sight of #TeamIndia getting into the groove in England 😎#ENGvIND pic.twitter.com/TZdhAil9wV
— BCCI (@BCCI) June 8, 2025
এবারের আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে বেশ সাফল্যের সঙ্গে পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সম্প্রতি টেস্ট তাঁর পারফরম্যান্স নিয়েও নানান আলোচনা চলছে। শুভমন গিলও অত্যন্ত সতর্ক সেই দিকে। এগিন থেকেই মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরারাও নেমে পড়েছেন বোলিং প্রস্তুতিতে।

আগামী ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।

–

–

–

–

–
–
–
–
–
–


