Monday, January 12, 2026

প্রস্তুতি শুরু ভারতের, শুভমনের নজর ফিল্ডিংয়ে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টের প্রস্তুতি শুরু ভারতের(Indian Cricket Team)। প্রথম দিন থেকেই ফিল্ডিংয়ের দিকে বাড়তি নজর শুভমন গিলের(Shubman Gill)। সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতাতেই ভারতীয় দলের ফিল্ডিংয়ে নিয়ে বারবার প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) নামার আগে সেই দিতেই বেশি নজর ভারতীয় দলের। প্রথম দিন প্রস্তুতিতে নেমেই দীর্ঘক্ষণ সময় ফিল্ডিং প্রস্তুতিতে কাটালেন ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)।

রোহিত শর্মার পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। প্রথম দায়িত্বেই কঠিন চ্যালেঞ্জ তার সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দিয়েই অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের। প্রথম দিন থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু ভারতীয় দলের ক্রিকেটারদের।

এই দলে তারুণ্যের আধিক্য বেশি। সেখানে ঋষভ পন্থ(Rishabh Pant) থেকে শুভমন গিলদের বেশীক্ষণ সময়ই কাটাতে দেখা গেল ফিল্ডিংয়ের প্রস্তুতিতে। মাঠে ইন্ডোরে কিছুক্ষণ ফুটবল খেলাও চলে ভারতীয় ক্রিকেটারদের। সেইসঙ্গে সকলের নজর রয়েছে ভারতীয় দলের নতুন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতিই রাখতে নারাজ ভারতীয় শিবির।

এবারের আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে বেশ সাফল্যের সঙ্গে পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সম্প্রতি টেস্ট তাঁর পারফরম্যান্স নিয়েও নানান আলোচনা চলছে। শুভমন গিলও অত্যন্ত সতর্ক সেই দিকে। এগিন থেকেই মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরারাও নেমে পড়েছেন বোলিং প্রস্তুতিতে।

আগামী ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...