Wednesday, November 19, 2025

রাজ্যের জয়, SSC নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Date:

সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। তার বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন চাকরিহারাদের একাংশ। কিন্তু আবেদন ধোপে টিকলো না। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। সোমবার মামলাটি এজলাসে উঠলে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক। এই মামলার দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই।

এসএসসি-র (SSC) নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। এবার লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে ছিল ৩৫ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ ১০ নম্বর। এরপরই মামলাকারীরা অভিযোগ করে বলেন, এতে শিক্ষকদের এতদিনের পড়াশোনা এবং রেজাল্ট অনেকটাই মূল্যহীন হয়ে পড়ছে। এমনকি অযোগ্যরা এই বিজ্ঞপ্তির ফলে সুবিধা পেয়ে যাবেন বলেও দাবি করেন চাকরিহারাদের একাংশ। এদিন মামলার শুনানিতে সব অভিযোগ কার্যত নস্যাৎ করে দেয় আদালত। আইনজীবী ফিরদৌস শামিম, তরুণজ্যোতি তিওয়ারিদের আবেদন ছিল, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হোক। এমনকি নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে বলে দাবি করেন শামিম। কিন্তু সওয়াল-জবাব শেষে মামলা সংক্রান্ত আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনানিতে স্পষ্ট জানান হয়, যে নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি। আগামী নিয়োগ প্রক্রিয়ায় উপর কোনও বিধিনিষেধ দিল না কলকাতা হাইকোর্ট। বড় জয় রাজ্যের।

 

 

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version