পশুর প্রতি অমানবিক ঘটনার নিদর্শন মুম্বইতে! এক বহুতল আবাসনের ন’তলা থেকে একটি বিড়ালকে ছুড়ে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পর বিষয়টি সামনে আসে। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
মুম্বাইয়ের মালাডের মালভানি এলাকার বাসিন্দা কাসম সৈয়দ। তিনি যে আবাসনে থাকতেন সেখান থেকেই জানলা দিয়ে ছুড়ে ফেলে দেন বিড়ালটিকে। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওতে (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা গিয়েছে, আবাসনের ন’তলার করিডরে জুতো রাখার র্যা কে এক বিড়ালকে বসে ছিল। সেই সময়ই ওই যুবক করিডরে আসেন, সম্ভবত লিফটে ওঠার জন্য। বিড়ালটিকে দেখতে পেয়ে ছুড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেন তিনি। উপর থেকে একটি ধাতব ছাউনিতে পড়ে মারা যায় বিড়ালটি।
১৫ মাসের বিড়ালটির মালিক ছিলেন ওই আবাসনেরই বাসিন্দা গুর্জন মহম্মদ সামসি। অভিযুক্ত যুবক কাসমও ওই আবাসনেরই বাসিন্দা। জুন মাসের ৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় সে বাড়ি থেকে বেরোয়। এরপর সন্ধ্যায় তার দেহ একতলায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে গাড়ি চাপা পড়ে কালু মারা গিয়েছে বলে অনুমান করা হয়।
এরপর সিসিটিভি-র ফুটেজ সামনে আসতেই প্রকাশ্যে আসে নৃশংসতা। পুলিশই সিসিটিভি ফুটেজে কাসমকে ওই নৃশংস হত্যা করতে দেখে। পরে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কাসমকে।
আরও পড়ুন – রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে ভাঙচুর! প্রতিবাদে জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
_
_
_
_
_
_
_
_
_
_