কলেজে ভর্তিতে আর কোনও বাধা থাকছে না রাজ্যে। ১৭ জুন পোর্টাল (admission portal) খোলার বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। ওই দিন বেলা ২টোর সময় পোর্টালের উদ্বোধনের পরেই পোর্টাল সংক্রান্ত বিস্তারিত জানানো হবে।
শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার জানিয়েছে গত বছর থেকে কলেজে (college) ভর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে। গত বছর ১৬ বিশ্ববিদ্যালয়ের ৪৬১ টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হয়েছে পোর্টালের মাধ্যমে। এবছর ১৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬০ টি সরকারি ও সরকার পোষিত কলেজে (college) ভর্তি হতে পারবে পড়ুয়ারা।
একবার একটি কলেজে ভর্তি হলে পরবর্তীকালে একজন শিক্ষার্থী তার পছন্দের ক্রমতালিকার ওপর দিকে থাকা কলেজ আর কোনও আবেদন ছাড়াই আপগ্রেড করার সুযোগ পায়। গত বছর থেকে পোর্টালের মাধ্যমে ভর্তির কারণে এই সুবিধা পাচ্ছে স্নাতক স্তরের পড়ুয়ারা।
–
–
–
–
–
–
–
–
–
–
–