ঠিক যেন ফিনিক্স পাখি। আহমেদাবাদের ধ্বংস হওয়া বিমান থেকে বরাতজোরে বাঁচলেন এক যাত্রী। নাম বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh)। অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৯ মিনিটে ওড়ে AI-171 বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটের মধ্যে ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ই মে ডে কল দেন পাইলট। ভেঙে পড়ার আগে মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি। হঠাৎই দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই লন্ডনগামী বিমানটি মেঘানিনগরের কাছে ঘনবসতি এলাকায় ভেঙে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (DGCA) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী।
দুর্ঘটনার ভয়বহতা দেখে প্রথমে আশঙ্কা করা হয় বিমানের কেউই জীবিত নেই। ঘটনাস্থলে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানান, বিমানের সব আরোহীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা আহমেদাবাদের পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানায়, ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজন। আহত বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
–
–
–
–
–
–
–
–
–
–
–