Monday, August 25, 2025

অবিশ্বাস্য! ধ্বংস হওয়া বিমান থেকে বরাতজোরে বাঁচলেন যাত্রী বিশ্বাস কুমার রমেশ

Date:

ঠিক যেন ফিনিক্স পাখি। আহমেদাবাদের ধ্বংস হওয়া বিমান থেকে বরাতজোরে বাঁচলেন এক যাত্রী। নাম বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh)। অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৯ মিনিটে ওড়ে AI-171 বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটের মধ্যে ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ই মে ডে কল দেন পাইলট। ভেঙে পড়ার আগে মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি। হঠাৎই দ্রুতগতিতে নীচের দিকে নামতে শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই লন্ডনগামী বিমানটি মেঘানিনগরের কাছে ঘনবসতি এলাকায় ভেঙে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (DGCA) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী।

দুর্ঘটনার ভয়বহতা দেখে প্রথমে আশঙ্কা করা হয় বিমানের কেউই জীবিত নেই। ঘটনাস্থলে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানান, বিমানের সব আরোহীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা আহমেদাবাদের পুলিশ সুপারকে উদ্ধৃত করে জানায়, ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজন। আহত বিশ্বাস কুমার রমেশ (Biswas Kumar Ramesh) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version