Friday, December 5, 2025

ঘনিষ্ঠ শিল্প গোষ্ঠীগুলির স্বার্থে স্বদেশিকতার নামে amazon-flipkart-কে উৎখাতে ছক RSS-এর!

Date:

Share post:

স্বদেশিকতার আড়ালে কি নিজেদের ঘনিষ্ঠ শিল্প গোষ্ঠীগুলিকে মুনাফার রাস্তা করে দিতে চাইছে আরএসএস? কারণ amazon-flipkart-এর মতো সংস্থাগুলির পণ্য বাদ দিয়ে দেশীয় সংস্থার বাজার তৈরি করার উপর জোর দিয়ে বিস্তর লেখালেখি করছে আরএসএস তাদের মুখপত্রে। এমনকী চিনা দ্রব্য সামগ্রী বর্জনের দাবিতে রীতিমতো আন্দোলনের রাস্তায় হাঁটতে চাইছে তারা। তবে অর্থনৈতিক মহলের মতে, এর পিছনে যত না স্বদেশিকতা আছে, তার থেকে বেশি আছে ব্যবসায়িক মুনাফার ছক।

RSS-এর তরফে স্বদেশী জাগরণ মঞ্চের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজনের দাবি, সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী ভারতের পণ্যের প্রায় ৬০-৬৫ শতাংশ এখন বিভিন্ন বিদেশী সংস্থার হাতে চলে গিয়েছে। চিনা পণ্যে ছেয়ে গিয়েছে বাজার। সংঘ পরিবারের মতে, এটাও এক প্রকার ঔপনিবেশিক সংস্কৃতি। তাদের যুক্তি শুধু চিন নয় আমেরিকা ও ইউরোপীয় বিভিন্ন সংস্থাও ভারতের বাজার দখল করে ব্যবসা করছে। ফলে দেশীয় পণ্য মার খাচ্ছে। সেই কারণে দেশের স্বার্থে বিদেশী পণ্যের দখলদারি আটকাতে আন্দোলন প্রয়োজন।

তবে, amazon-flipkart-এর মতো সংস্থার বিরুদ্ধে অনেকদিনই খড়্গহস্ত বিজেপি এবং আরএসএস। মধ্যপ্রদেশ, হরিয়ানার মত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই দুই ই-কমার্স সংস্থার বিরুদ্ধে না না অজুহাতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে সংঘ পরিবারের অভিযোগ দেশীয় পণ্যের থেকে বিদেশি পণ্য বেশি বিক্রি করে এরা অনেক মুনাফা করছে। এমনকী স্থানীয় কারিগরদের থেকে কম দামে জিনিস কিনে চড়া দামে বিক্রি করছে তারা।

তবে অর্থনীতিবিদদের মতে, স্বদেশিকতার এই মুখোশের আড়ালে রয়েছে নিজেদের কাছের শিল্প গোষ্ঠীগুলিকে মুনাফা পাইয়ে দেওয়ার ছক। তাদের জন্য বাজার তৈরি করে তুষ্ট রেখে ঘুরপথে সেই মুনাফার সুবিধা ভোগ করাই আসল লক্ষ্য। কেন্দ্রে ক্ষমতায় থেকে সরাসরি এটা করতে পারছে না বিজেপি। ফলে “ভোকাল ফর লোকাল”- এর স্লোগান তুলে আসলে পছন্দের শিল্পগোষ্ঠীকে বাজার তৈরি করে দিতে চাইছে সংঘ পরিবার।

 

spot_img

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...