গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় (plane accident in Ahmedabad) শোকাহত গোটা দেশ। শুক্রবার সকলের খবর অনুযায়ী অন্তত ২৯৭ জনের মৃত্যু হয়েছে। বিমানে থাকা ২৪১ জন যাত্রীর পাশাপাশি যে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানেও অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আহমেদাবাদ সিভিল হাসপাতালেও যাবেন তিনি। টেক অফের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী বিমান ভেঙে পড়ায় বহু মৃত্যুর আশঙ্কা। ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬টি টিম কাজ করছে। ইতিমধ্যেই লাশের স্তূপ জমে গিয়েছে। বেশিরভাগেরই দেহ সনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করছে গুজরাট প্রশাসন। সকালে পৌঁছেছেন এয়ার ইন্ডিয়ার CEO।
২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন ওই বিমানে। সফর করছিলেন বলিউড সুপারস্টার বিক্রান্ত মাসের ভাই ক্লাইভ কুন্দরও। অভিনেতার তুতো ভাই বিমানের কো পাইলট ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর কথা জানিয়েছেন বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘আজ অহমদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমার কাকা ক্লিফোর্ড কুন্দর তাঁর পুত্রকে হারিয়েছেন জেনে আরও কষ্ট পেয়েছি। ওই বিমানে প্রথম অফিসার অপারেটিং ছিলেন ক্লাইভ। কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদেরও শক্তি দিন।’’।আহমেদাবাদে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে টাটা গোষ্ঠী। যে হস্টেলে বিমান ভেঙে পড়েছিল সেখানকার নিহতদের পাশে দাঁড়ানোরও আশ্বাসও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালেই সেখানে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী। ইঞ্জিন নাকি ল্যান্ডিং গিয়ার দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে। এই বিষয়ে নরেন্দ্র মোদি কিছু জানান কিনা সেদিকে নজর থাকবে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানের একাধিক ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–