Saturday, November 15, 2025

জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

Date:

Share post:

জটিল সংক্রমণে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রাজ্য বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে পেটের তীব্র যন্ত্রণা ও বমি ভাব নিয়ে তাঁকে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিসে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিন কেটে গেলেও সাংসদ এখনও সঙ্কটমুক্ত নন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অভিজিৎবাবুর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। সেই সংক্রান্ত জটিলতাই হয়তো সেপসিসের দিকে গড়িয়েছে। আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রবল সংক্রমণ রুখতে চলছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক থেরাপি ও সাপোর্টিভ কেয়ার।

জিআই সেপসিস ঠিক কী? এই রোগটি প্রথমে শরীরের প্রতিরোধক্ষমতাকে আক্রমণ করে। এরপর ধীরে ধীরে অন্ত্রের সুস্থ কোষগুলিকে আক্রান্ত করে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ—কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক—কে বিপর্যস্ত করে ফেলে। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে, জীবাণু যদি খাদ্যনালী বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়, তখনই তাকে জিআই সেপসিস বলা হয়। রোগ দ্রুত ছড়ালে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্থিতিশীল রাখতে সবরকম চিকিৎসা করা হচ্ছে। তবে অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন। তাঁর আকস্মিক অসুস্থতায় উদ্বেগে রাজ্য রাজনীতির বিভিন্ন মহল।

আরও পড়ুন – ভোটের আগে মুর্শিদাবাদে বাড়তি সুরক্ষা, সুতিতে স্থানান্তরিত রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নং ব্যাটেলিয়ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...