Saturday, August 23, 2025

OBC সংরক্ষণ নিয়ে রাজ্যের নয়া বিজ্ঞপ্তিতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাই কোর্টের

Date:

OBC সংরক্ষণ নিয়ে রাজ্যের নয়া বিজ্ঞপ্তিতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় ১৪০টি জনজাতিকে রেখেছিল রাজ্য। মঙ্গলবার, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এর জের কলেজে ভর্তির প্রক্রিয়ায় পড়বে কি না এখন সেটাই দেখার।

এদিনের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha) তাঁর পর্যবেক্ষণে বলেন, “এখনও পর্যন্ত রাজ্যের তরফে বিভিন্ন বিষয়ে যে চার-পাঁচটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে আদালতের নির্দেশ সরাসরি অমান্য করা হয়েছে। আগেও বলেছি ওবিসি শ্রেণিভুক্ত ৬৬ টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।” বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapabrata Chakraborty) রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য করেন, “আপনারা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে তাহলে সেই অবধি কোনও পদক্ষেপ করবেন না।”

এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তোলেন, “২০১২ সালের OBC আইন অনুযায়ী অর্ধেক কাজ হয়েছে। তারপর আবার ১৯৯৩ সালের আইনে ফেরত গিয়েছেন কেন? আপনারা কেন ২০১২ সালের আইনে সংশোধনী আনলেন না?” বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। নয়া ওবিসি সংরক্ষণ তালিকার উপর ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট।

এখন স্নাতকে ভর্তি প্রক্রিয়ার পোর্টাল চালুর পরেই এদিন হাই কোর্টের এই নির্দেশে ফের সেটি আটকে যাবে কি না তা নিয়েও সংশয়ে পড়ুয়ারা। এসএসসির নিয়োগ পরীক্ষাও আটকে যেতে পারে বলে আশঙ্কা অনেকের।
আরও খবরখুলল কলেজে ভর্তির অ্যাডমিশন পোর্টাল, বুধ থেকে করা যাবে আবেদন: ঘোষণা শিক্ষামন্ত্রীর

আগে ওবিসি সংরক্ষণ তালিকায় ছিল ৬৬ টি জাতি। নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে ৬৪টি করা হয়। নতুন করে আরও ৭৬টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হয়। ফলে ওবিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে হয় ১৪০টি। সেই বিজ্ঞপ্তিতেই স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version