শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি! 

Date:

Share post:

রাজ্য জুড়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার (Teachers Recruitment Procedure) আবেদন জমা নেওয়া শুরু হতেই বিপুল সাড়া মিলল চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (১৬ জুন) রাত ১০টা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে। খুশি শিক্ষা দফতর।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করার পর এবার অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। চাকরিহারাদের একাংশ হাইকোর্টে এই প্রক্রিয়ার বিরোধিতা করে মামলা করলেও তা ধোপে টেকেনি। আদালত স্পষ্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Procedure) কোনও হস্তক্ষেপ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্য একদিকে রিভিউ প্রক্রিয়ায় যাচ্ছে অন্যদিকে নিয়ম মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। অর্থাৎ সব দিক দিয়েই চাকরি হারায় এবং চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বারবার অনুরোধ করেছেন, যাতে সকলে সহযোগিতা করেন। বাস্তবেই দেখা গেল রাজ্য সরকারের পদক্ষেপের পাশে রয়েছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীরা। নবম-দশমের জন্য ২৩ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। ৪ হাজার ৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩ হাজার ৯০১টি শূন্যপদ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে আবেদন শুরুও করে দিয়েছেন।

 

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

ঠাকুর দেখে ফেরার পথে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত ১

নদিয়া থেকে কলকাতায় ঠাকুর দেখার আনন্দ ছিল অপার। পুজোর ভিড় এড়াতে চতুর্থীতে মহানগরীতে প্যান্ডেল প্রতিমা দর্শনে গেছিলেন নদিয়ার...

চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত অন্তত ৩

পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত...

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও...