Sunday, November 16, 2025

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি! 

Date:

Share post:

রাজ্য জুড়ে অনলাইনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার (Teachers Recruitment Procedure) আবেদন জমা নেওয়া শুরু হতেই বিপুল সাড়া মিলল চাকরিপ্রার্থীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (১৬ জুন) রাত ১০টা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে। খুশি শিক্ষা দফতর।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করার পর এবার অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। চাকরিহারাদের একাংশ হাইকোর্টে এই প্রক্রিয়ার বিরোধিতা করে মামলা করলেও তা ধোপে টেকেনি। আদালত স্পষ্ট জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Procedure) কোনও হস্তক্ষেপ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্য একদিকে রিভিউ প্রক্রিয়ায় যাচ্ছে অন্যদিকে নিয়ম মেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। অর্থাৎ সব দিক দিয়েই চাকরি হারায় এবং চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বারবার অনুরোধ করেছেন, যাতে সকলে সহযোগিতা করেন। বাস্তবেই দেখা গেল রাজ্য সরকারের পদক্ষেপের পাশে রয়েছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীরা। নবম-দশমের জন্য ২৩ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। ৪ হাজার ৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩ হাজার ৯০১টি শূন্যপদ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে আবেদন শুরুও করে দিয়েছেন।

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...