Thursday, November 13, 2025

বিশাখাপত্তনমে একাদশতম যোগা দিবসে অংশ নিয়ে বিশ্বশান্তির বার্তা প্রধানমন্ত্রীর 

Date:

শনিবার দেশ জুড়ে আন্তর্জাতিক যোগা দিবস (International Yoga Day) পালনের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিশাখাপত্তনমে একাদশ তম যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী। ২০১৪ সালে নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসীন হওয়ার হওয়ার পরই ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগা দিবস’ হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। তারপর থেকে প্রত্যেক বছর বিজেপি নেতাকর্মীরা এই দিনটি উদযাপন করেন। শনিবার বিশাখাপত্তনমে প্রায় ছাব্বিশ কিলোমিটার এলাকাজুড়ে যোগাৎসবে অংশ নেন ৫ লক্ষ মানুষ। এদিন সাদা পোশাকে যোগাসন করতে দেখা যায় নরেন্দ্র মোদিকেও। অস্থির বিশ্বে শান্তির বাতাবরণ তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, যোগা একাত্মবোধের বার্তা দেয়। এই কর্মসূচিতে অংশ নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেরাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ।

প্রধানমন্ত্রী জানান, শনিবার বিশ্বের ১৭৫টি দেশে এই দিনটি পালন করা হচ্ছে। এবছর আন্তর্জাতিক যোগা দিবসের থিম হল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’। যোগার (Yoga) মাধ্যমে জীবনের শৃঙ্খলা বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর দাবি, “বিশ্বজুড়ে এখন যে অস্থিরতা, চাপানউতোর চলছে, সেসবের মধ্যে এই বিষয়টি আমাদের শান্তির দিশা দেখায়।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে, লোকসভার স্পিকার ওম বিড়লাকেও যোগাসন করতে দেখা যায় এদিন। লখনৌতে যোগ ব্যায়ামে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপির প্রথম সারির সব নেতামন্ত্রীই এদিন যোগাসনে অংশ নিয়েছেন। বাংলায় তুলসী পুজো করে আন্তর্জাতিক যোগা দিবস (Intetnational Yoga Day) উদযাপনে অংশ নেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), সুকান্ত মজুমদাররা। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) অবশ্য আলাদাভাবে এই কর্মসূচি পালন করতে দেখা যায়।

 

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version